প্রতিনিধিত্বমূলক ছবি।
রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও রুশ সেনাবাহিনীতে ১৯ জন ভারতীয় রয়েছেন! শুক্রবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তাঁদের দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
রুশ সেনাবাহিনীতে কত জন ভারতীয় এখনও আছেন, তাঁদের অবস্থা কী, তাঁদের দেশে ফেরানোর ব্যাপারে কী উদ্যোগ নিয়েছে সরকার? এই সব প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ‘‘রাশিয়ান সশস্ত্র বাহিনী থেকে বেশির ভাগ ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কয়েক জনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মাত্র ১৯ জন রয়েছেন।’’ ওই ভারতীয়দের বর্তমান অবস্থান, তাঁদের নিরাপত্তা, সুস্থতা নিশ্চিত করতে রাশিয়ান সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান কীর্তি। রাশিয়ার বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গেও এ বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। গত বছর রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে। এ ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভারতীয়দের রুশ সেনায় নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতেও তাঁদের ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। সরকারি এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাশিয়ান সেনায় কর্মরত অবস্থায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।
রুশ সেনাবাহিনীতে ভারতীদের উপস্থিতি বিষয়ে গত জুলাই মাসে রাশিয়া সফরে সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার ব্যাপারে ‘বন্ধু’ পুতিনকে অনুরোধ করেন তিনি। তার পর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের ছেড়ে দেওয়ার কাজ শুরু করে পুতিন সরকার।