গঙ্গোত্রীর কাছে দুর্ঘটনা। ছবি: এক্স।
পাহাড় থেকে গড়িয়ে এসে গাড়ির উপর পড়ল বিশাল প্রস্তরখণ্ড। মৃত্যু হল এক জনের। আহত আরও আট জন। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী জাতীয় সড়কে দাবরানির ঘটনা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আহত ছ’জনকে হর্ষিলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দু’জনকে উত্তরকাশীর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকাল জেলাশাসক মেহেরবান সিংহের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পাশাপাশি, পুলিশ, রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছে যায় ঘটনাস্থলে। উদ্ধারের পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও যায় ঘটনাস্থলে। আহতেরা বেশিরভাগই দেহরাদূন এবং মুজফ্ফরনগরের।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাবানল এবং বিদ্যুতের একটি লাইন (হাই টেনশন) ভেঙে যাওয়ার কারণে পাহাড় থেকে পাথর ভেঙে গড়িয়ে পড়ছে। একটি জেসিবি যন্ত্র, জলের ট্যাঙ্ক, বোলেরো গাড়ি, বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘক্ষণ ওই এলাকায় দাঁড়িয়ে ছিল গাড়ি। তার পর ধীরে ধীরে রাস্তা জটমুক্ত হয়।