প্রতীকী ছবি।
পশ্চিমবঙ্গে পটনাগামী বাসে বিহারিদের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পটনার জক্কনপুর থানায় আজ দুপুরে অভিযোগ দায়ের হয়। ঘটনার নিন্দা করেছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। তবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি।
গত কাল কলকাতা থেকে ‘বেঙ্গল টাইগার’ নামে একটি বাস পটনা আসছিল। তাতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। রাতে খাওয়ার জন্য বর্ধমানের একটি হোটেলে দাঁড়ায় বাসটি। সে সময়ে ২০-২৫ জনের একটি দল এসে হামলা চালায়। যাত্রীদের মারধর করে। বাসটিতে বিহারের নম্বর থাকায় চালক ও খালাসিদের হুমকি দেওয়া হয়। বাসযাত্রীদের অভিযোগ, হামলাকারীরা মত্ত অবস্থায় ছিল। বিহারের লোকেরা যেন বাংলায় ফিরে না-আসেন— এমন হুমকিও দেয় তারা। রাতে স্থানীয় কোনও থানায় অভিযোগ না-করে সোজা পটনায় এসে অভিযোগ দায়ের করেন যাত্রীরা। এক জনের গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। অনেক যাত্রী অভিযোগ করেছেন, হোটেলের মালিকই লোক জুটিয়ে এই হামলা করিয়েছেন।
পটনা পুলিশ এর তদন্ত শুরু করেছে। বর্ধমান জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন পটনার পুলিশ সুপার গরিমা মালিক। রাজ্য পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডেকেও বিষয়টি জানানো হয়েছে। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বীরেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে জেডিইউ, বিজেপি এবং আরজেডি নেতারা। এমন ঘটনা দুই রাজ্যের সম্পর্কে প্রভাব ফেলবে বলে আশঙ্কা জানিয়েছেন তাঁদের একাংশ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।