গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
দেশ জুড়ে ধনতেরাস পালনের আবহে ভারতের সোনা দেশে আনার উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের। ইংল্যান্ড থেকে দেশে আনা হল ১০২ টন সোনা। মানে এক লাখ (৯২৫৩২.৮) কেজির কাছাকাছি। সুরক্ষার জন্য এত দিন এই সোনা লন্ডনের ভল্টে রাখা ছিল। এ বার তা দেশেরই কোনও সুরক্ষিত জায়গায় রাখা থাকবে।
আরবিআই-এর রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের গচ্ছিত সোনার পরিমাণ ৮৫৫ টন। এর মধ্যে ভারতেই রয়েছে ৫১০.৫ টন সোনা। সুরক্ষার জন্য বিদেশের ভল্টে সোনা রাখায় ভারত দীর্ঘ সময় ধরেই নির্ভর করে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ভূরাজনৈতিক অস্থিরতা যে ভাবে বাড়ছে তাতে এখন দেশের সোনা দেশে রাখাই শ্রেয় বলে মনে করেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞেরা। কয়েক বছর আগে থেকেই নরেন্দ্র মোদীর সরকার ইংল্যান্ডের ভল্ট থেকে দেশে সোনা নিয়ে আসার প্রক্রিয়া শুরু করতে বলে রিজার্ভ ব্যাঙ্ককে। সোনা নিয়ে আসার শুরুটা হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। তখন থেকে এখনও পর্যন্ত ২১৪ টন সোনা দেশে নিয়ে আসা হল। গত মে মাসেই ১০০ টন সোনা আনা হয়েছিল।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বিশেষ বিমানে করে এই সোনা দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশের কোথায়, কী ভাবে এই বিপুল সম্পদ সুরক্ষিত রাখা হবে তা জানা যায়নি। প্রসঙ্গত, গত পাঁচ বছরে ভারত ২০৩.৯ মেট্রিক টন সোনা কিনেছে। তার মধ্যে কিছু মজুত রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের কাছে। কিছু পরিমাণ সোনা বিদেশের ব্যাঙ্কেও রাখা রয়েছে। অন্য দেশের সোনা রাখার ক্ষেত্রে নির্ভরযোগ্য জায়গা ব্যাঙ্ক অফ ইংল্যান্ড। জানা যায়, ওই ব্যাঙ্কের বেশ কয়েকটি ভূগর্ভস্থ ভল্ট রয়েছে। ভারত-সহ বিভিন্ন দেশের সোনা সেখানে ভাড়ার বিনিময়ে রাখা হয়। সোনা গচ্ছিত রাখার জন্য ইংল্যান্ডের ব্যাঙ্ককে বিপুল অঙ্কের ভাড়া দিতে হয়। অন্য দিকে, দেশের মাটিতে সোনা রাখার নিরাপত্তা নিয়ে আর তেমন প্রশ্ন নেই বলেই মনে করে আরবিআই।