ওমর আবদুল্লা। ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীরে পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লিয়ারেশন (পিএজিডি) থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করল ন্যাশনাল কনফারেন্স (এনসি)।
দলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সহ-সভাপতি ওমর আবদুল্লার সভাপতিত্বে এনসি-র প্রাদেশিক কমিটির বৈঠক হয়। সেখানে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে ৯০টি আসনে এনসি একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জুলাইয়ে কুপওয়ারায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুখ আবদুল্লা সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, পিএজিডি-তে থাকা দলগুলি একজোট হয়ে নির্বাচনে লড়াই করবে। কিন্তু এ দিনের বৈঠকের পরে এনসি-র তরফে বলা হয়েছে, বৈঠকে কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চর্চা হয়েছে। তার পরেই সিদ্ধান্ত হয় গুপকার জোটে থেকে বেরিয়ে যাবে তারা।