দিল্লির প্রবীণতমা ড্রাগ পাচারকারী রাজরানি। ছবি- টুইটারের সৌজন্যে।
ফের ধরা পড়লেন দিল্লির প্রবীণতমা ড্রাগ পাচারকারী রাজরানি। গত নয়ের দশক থেকে ড্রাগ পাচারের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত ৮৮ বছর বয়সী রাজরানিকে পশ্চিম দিল্লির ইন্দ্রপুরী এলাকায় তাঁর বাড়ি থেকে বুধবার পুলিশ গ্রেফতার করেছে।
আগে তাঁর স্বামী চালাতেন ড্রাগের ব্যবসা। স্বামী মারা যাওয়ার পর রাজরানিও নেমে পড়েন ড্রাগ পাচারে। ১৯৯৬ সাল থেকে তিন বার পুলিশের হাতে ধরা পড়েন তিনি। কিন্তু কৌশলে জামিন নিয়ে জেল থেকে বেরিয়েও যান।
পুলিশি জেরায় রাজরানি জানিয়েছেন, তাঁর সাত ছেলের মধ্যে ৬ জনেরই মৃত্যু হয়েছে হয় ড্রাগ পাচার সংক্রান্ত কোনও ঘটনায় বা পথ দুর্ঘটনায়।
বয়স ও ভগ্নস্বাস্থ্যের কারণে এখন সঙ্গীদের ছাড়া ইদানিং চলাফেরা করতে পারেন না রাজরানি। পুলিশ খবর পায়, এক ‘মিডলম্যান’-এর হাতে ১৬ গ্রাম হেরোইন তুলে দিয়ে তাঁর সঙ্গীদের নিয়ে ইন্দ্রপুরীতে তাঁর বাড়িতে ফিরছেন রাজরানি।
আরও পড়ুন- জলপথে ঢুকতে পারে পাক কম্যান্ডো-জঙ্গিরা, গুজরাতের সব বন্দরে জারি সর্বোচ্চ সতর্কতা
আরও পড়ুন- নামী স্কুল-কলেজে মাদক বিক্রি করা মহিলা ব্যবসায়ী পুলিশের জালে
পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার মনিকা ভরদ্বাজ বলেছেন, ‘‘খবর পেয়েই সাদা পোশাকে পুলিশ ঘিরে ফেলেছিল রাজরানির বাড়ি। তার পর বাড়িতে ঢুকে গ্রেফতার করা হয় রাজরানিকে। তাঁর কাছ থেকে প্রচুর পরিমাণে হেরোইনও উদ্ধার করা হয়। পঞ্জাব ও উত্তরপ্রদেশের ড্রাগ পাচারকারীদের সঙ্গে রাজরানি নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন।’’