ছ’টি অ্যাসোসিয়েট ব্যাঙ্কের চেক বই ও আইএফএস (ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম) কোড বাতিল করার সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
৩০ সেপ্টেম্বরের পর থেকে পুরনো চেক বই ও আইএফএস কোডটির বৈধতা থাকবে না।
বুধবার এসবিআই-এর তরফে টুইট করে খবরটি জানানো হয়েছে।
জানা গিয়েছে, এসবিআই পাতিয়ালা, এসবিআই বিকানের, এসবিআই জয়পুর, এসবিআই রাইপুর, এসবিআই ত্রিবাঙ্কুর, এসবিআই হায়দরাবাদ-এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
এই ছ’টি ব্যাঙ্কের সঙ্গে তালিকায় রয়েছে ভারতীয় মহিলা ব্যাঙ্কও।
৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত গ্রাহককে নতুন চেক বই ও আইএফএস নম্বর নিয়ে নিতে বলা হয়েছে বলা হয়েছে ব্যাঙ্কের তরফে।
হোম ব্রাঞ্চ ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও চেক বই ও আইএফএস নম্বর পাওয়া যাবে।
তবে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হল তা অবশ্য জানানো হয়নি স্টেট ব্যাঙ্কের তরফে।