Hardeep Singh Puri

নজরে নির্বাচন, তেলের দাম কমানোর ইঙ্গিত

আন্তর্জাতিক বাজারে গত এক বছরে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৭০ ডলারের ঘরে নেমে এলেও দেশের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ০৮:৪০
Share:

তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। —ফাইল চিত্র।

এ বার তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী নিজেই পেট্রল-ডিজ়েলের দাম কমার ইঙ্গিত দিলেন। এখনই না হলেও দু’তিন মাসের মধ্যেই। যার অর্থ, নভেম্বর-ডিসেম্বরে তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানের মতো গুরুত্ত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগেই পেট্রল-ডিজ়েলের দাম কমতে পারে।

Advertisement

আন্তর্জাতিক বাজারে গত এক বছরে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৭০ ডলারের ঘরে নেমে এলেও দেশের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমেনি। আজ বিজেপির সদর দফতরে মোদী সরকারের নয় বছরের সাফল্য বর্ণনা করতে গিয়ে তেলমন্ত্রী পুরী উল্টে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গত মে মাসের পর থেকে জ্বালানির দাম বাড়ানো হয়নি। তাঁর বক্তব্য, অশোধিত তেলের দাম যদি স্থিতিশীল থাকে এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির আয় যদি আগামী তিন মাসে ভাল হয়, তা হলে তাঁরা তেলের দাম কমানোর কথা ভাবতে পারে।

সরকারি সূত্রে আগেই ইঙ্গিত মিলেছিল, তেলের দাম কমানোর কথা ভাবা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরে তেলের দাম বাড়ানো হয়নি। ফলে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার প্রায় ২১ হাজার কোটি টাকা লোকসান হয়েছিল। তবে জানুয়ারি থেকে মার্চে তিন সংস্থার আয় ভাল হয়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় তাঁদের কম দামে তেল বেচতে হয়নি। ফলে ‘আন্ডার-রিকভারি’ হয়নি। চলতি বছরের এপ্রিল-জুন মাসেও পরিস্থিতি ভালই চলছে। ফলে অদূর ভবিষ্যতে তেলের দাম কমানোর কথা ভাবা হতে পারে। পুরী বলেছেন, ‘‘আর একটু সময় গেলে বোঝা যাবে কী করা যাবে। ক্রেতারা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা দেখা হবে। আমি নিজে ক্রেতা হিসেবে চাই তেলের দাম কমুক।’’ তেল উৎপাদক দেশগুলি তেল উৎপাদন ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। পুরীর বক্তব্য, যদি ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম ৭৫ ডলারের মধ্যে থাকে, যদি আগামী তিন মাস ভাল যায়, তা হলে তেল সংস্থাগুলি দাম কমানোর অবস্থায় থাকবে।

Advertisement

কংগ্রেস শনিবারও অভিযোগ তুলেছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমলেও দেশের বাজারে পেট্রল-ডিজ়েলের দাম কমানো হয়নি। যার ফলে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম গোটা বিশ্বে ভারতে সর্বোচ্চ। পেট্রলের দামের নিরিখে ভারত গোটা বিশ্বে তৃতীয় স্থানে ও ডিজ়েলের দামের নিরিখে অষ্টম স্থানে। পুরী পাল্টা অভিযোগ তুলেছেন, মোদী সরকার পেট্রল-ডিজ়েলের দামে উৎপাদন শুল্ক কমালেও পশ্চিমবঙ্গ-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্য ভ্যাট কমায়নি। তাই বিজেপি শাসিত রাজ্যের তুলনায় এই রাজ্যগুলিতে পেট্রল-ডিজ়েল বেশি দামে বিক্রি হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement