বই পাঠকের

পাওয়ার ইজ ইউ। তরুণ লেখক অরুণাভ ভট্টাচার্য ‘ইউ’ শব্দটি না লিখে ‘পাওয়ার ইজ...’ লিখে ছেড়ে দিয়েছেন। শূন্য স্থান পূরণের দায়িত্ব পাঠকদের। তিনি অনুরোধ করেছেন, ‘‘পাঠকরা যেন শূন্যস্থানে নিজেদের নাম লিখে নেন।’’ শিলচরে এক অনুষ্ঠানে স্থানীয় যুবক অরুণাভের বইটির আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে সম্প্রতি। উপস্থিত ছিলেন সমরকান্তি রায়চৌধুরী, অপ্রতীম নাগ, পার্থ চন্দ প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:৫৪
Share:

পাওয়ার ইজ ইউ। তরুণ লেখক অরুণাভ ভট্টাচার্য ‘ইউ’ শব্দটি না লিখে ‘পাওয়ার ইজ...’ লিখে ছেড়ে দিয়েছেন। শূন্য স্থান পূরণের দায়িত্ব পাঠকদের। তিনি অনুরোধ করেছেন, ‘‘পাঠকরা যেন শূন্যস্থানে নিজেদের নাম লিখে নেন।’’ শিলচরে এক অনুষ্ঠানে স্থানীয় যুবক অরুণাভের বইটির আনুষ্ঠানিক উন্মোচন হয়েছে সম্প্রতি। উপস্থিত ছিলেন সমরকান্তি রায়চৌধুরী, অপ্রতীম নাগ, পার্থ চন্দ প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement