Actor Arrested in Odisha

রামায়ণে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চেই শূকর মেরে কাঁচা মাংস ভক্ষণ! গ্রেফতার অভিনেতা

‘রামায়ণ’ নাটকে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চে শূকর মেরে কাঁচা মাংস খেলেন অভিনেতা! ওড়িশার গঞ্জাম জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:৪৯
Share:

‘রামায়ণ’ নাটকে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চে শূকর মেরে কাঁচা মাংস খেলেন অভিনেতা! —প্রতিনিধিত্বমূলক চিত্র।

‘রামায়ণ’ নাটকে রাক্ষসের চরিত্র ফুটিয়ে তুলতে মঞ্চে শূকর মেরে কাঁচা মাংস খেলেন অভিনেতা! ওড়িশার গঞ্জাম জেলার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত অভিনেতা বিম্বধর গৌড়কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই নাটকের এক উদ্যোক্তাকেও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর গঞ্জামের হিঞ্জিলি থানা এলাকার রালাব গ্রামে রামায়ণের কাহিনি অবলম্বনে একটি নাটক মঞ্চস্থ হয়। অভিযোগ, ওই নাটকেই রাক্ষসের চরিত্রে অভিনয় করা বিম্বধর মঞ্চে জীবন্ত শূকর এনে প্রথমে তা ছুরি দিয়ে কাটেন। তার পর কাঁচা মাংস খান। এই ঘটনায় বিস্মিত হয়ে যান দর্শকেরাও। ঘটনার কথা জানাজানি হতেই ওড়িশার বিভিন্ন প্রান্তে ওই অভিনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে থাকে পশুপ্রেমী সংগঠনগুলি। বিষয়টি নিয়ে ঝড় ওঠে ওড়িশা বিধানসভাতেও। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান সে রাজ্যের শাসকদল বিজেপির দুই বিধায়ক বাবু সিংহ এবং সনাতন বিজুলি।

যে নাট্যদল ওই নাটকটি মঞ্চস্থ করছিল, তাদের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে। দর্শকদের চমৎকৃত করতে জীবন্ত সাপ নিয়ে মঞ্চে ওঠারও অভিযোগ উঠেছে ওই দলের অভিনেতাদের বিরুদ্ধে। ব্রহ্মপুরের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) সানি খোকর এই প্রসঙ্গে জানান, কারা প্রকাশ্যে সাপ নিয়ে মঞ্চে উঠছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হিঞ্জিলি থানার ভারপ্রাপ্ত ইনস্পেক্টর শ্রীনিবাস শেট্টি বলেন, “মঞ্চে শূকর মেরে মাংস খাওয়ার জন্য আমরা এক অভিনেতাকে গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement