গোলের পর লেয়নডস্কির উল্লাস। ছবি: রয়টার্স।
স্পেনের এক ক্লাব রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার মুখে, তখন ছুটছে বার্সেলোনার জয়রথ। বুধবার রাতে নিজেদের মাঠে ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। পুরনো ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। সেমিফাইনালে কার্যত নিশ্চিত তারা। অ্যাস্টন ভিলাকে ৩-১ হারিয়েছে প্যারিস সঁ জরমঁ।
২০১৯ সালের পর প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার মুখে দাঁড়িয়ে বার্সেলোনা। টানা ২৩টি ম্যাচে অপরাজিত তারা। বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। এর পর দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবল খেলে তারা। দু’টি গোল করেন লেয়নডস্কি। ডর্টমুন্ডের বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলে ২৯টি গোল করলেন তিনি। বার্সেলোনার জার্সিতে ৯৯টি গোল হল। শেষ গোল লেমিনে ইয়ামালের।
এখনও অবশ্য দলকে সেমিফাইনালে দেখছেন না বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। বলেছেন, “আমরা ভাল খেলেছি। তবে এখনও একটা ম্যাচ বাকি। আমরা সব সময় নিজেদের মতো ফুটবল খেলতে চাই। জেতাই একমাত্র লক্ষ্য। কী হবে আগে থেকে বলা যায় না। আমরা এখনও সেমিফাইনালে উঠিনি। পরের সপ্তাহেও এতটাই ভাল খেলতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার স্বপ্নের দৌড় হয়তো কোয়ার্টারেই শেষ হতে চলেছে। বুধবার প্যারিসে তারাই এগিয়ে গিয়েছিল। মর্গান রজার্স গোল করেন। তবে ডিজ়ায়ার ডুয়ে এবং খাভিচা কাভারাৎস্কেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। সংযুক্তি সময়ে গোল করেন নুনো মেন্দেস। তবে খাভিচার গোল নিয়ে হইচই হচ্ছে বেশি। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ভিলার রক্ষণকে নাস্তানাবুদ করে গোল করেন তিনি।
কোচ লুই এনরিকে বলেছেন, “খাভিচার মতো ফুটবলারকে পাওয়া যে কোনও কোচের কাছেই সৌভাগ্যের। ম্যাচের ফলাফলই বলে দিচ্ছে বিপক্ষ দলের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়।”