Madhya Pradesh

বাস স্টপের টিকিট মেশিনে চলছে অশ্লীল ভিডিয়ো!

কিন্তু সেখানে তিনি দেখেন, ওই মেশিনের স্ক্রিনে চলছে ‘অশ্লীল’ ভিডিয়ো। তার পরেই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ১৭:১১
Share:

বাসস্টপের টিকিট ভেন্ডিং মেশিনে অশ্লীল ভিডিয়ো। গ্রাফিক- তিয়াসা দাস।

মধ্যপ্রদেশের ভোপালে সম্প্রতি এক বাসস্টপের টিকিট ভেন্ডিং মেশিনে ভাড়া দিতে যান এক যাত্রী। কিন্তু সেখানে তিনি দেখেন, ওই মেশিনের স্ক্রিনে চলছে ‘অশ্লীল’ ভিডিয়ো। তার পরেই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। পুলিশের সাইবার বিভাগেও অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে ভোপালের বিদ্যানগর বাসস্টপে। হোসাঙ্গাবাদ রোডের ওই বাসস্টপে টিকিট ভেন্ডিং মেশিনে অশ্লীল ভিডিয়ো চলার বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে ভোপাল সিটি লিঙ্ক লিমিটেড (বিসিএলএল), মিউনিসিপ্যাল কর্পোরেশন ও ওই মেশিন রক্ষণাবেক্ষণকারী সংস্থা হার্মান ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর ওই মেশিনে আপলোড করা হয়েছিল একটি ভিডিয়ো। মেশিন বিকৃত করে দু’টির বেশি ‘অশ্লীল’ ভিডিয়ো আপলোড করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু ভিডিয়ো আপলোড করার সময় রক্ষণাবেক্ষণকারী সংস্থার সফটওয়্যার কেন তা ধরতে পারল সে প্রশ্নও উঠছে।

Advertisement

আরও পড়ুন: কাদার মধ্যে পোস্ট ওয়েডিং ফটোগ্রাফি! দেখুন সেই ছবি

আরও পড়ুন: মহারাষ্ট্রে মহা-নাটক! মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবীস, উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement