এনআরসি বাতিল, ফের দাবি মন্ত্রীর

কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে তৈরি এনআরসি কী করে বাদ হবে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী শুক্লবৈদ্য। প্রসঙ্গটি এড়িয়ে যান শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায়ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০৪:১৬
Share:

পরিমল শুক্লবৈদ্য।

সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তৈরি এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে দু’মাস আগে। অসমের বরাক জুড়ে চর্চা চলছে, ওই এনআরসি কি বাতিল হয়ে যাবে? রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ দাবি করেন, ‘‘এ নিয়ে সংশয়ের কিছু নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহেই ঘোষণা করেছেন, গোটা দেশে একযোগে এনআরসি হবে। অসমেও সে সময় নতুন করে এনআরসি হবে।’’ পরিমলবাবুর বক্তব্য, ১৯ লক্ষের বেশি মানুষ বাদ পড়েছেন। তাঁদের অনেকের নাম আসা উচিত ছিল। তাই এই এনআরসিকে মেনে নেওয়া যায় না।

Advertisement

কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে তৈরি এনআরসি কী করে বাদ হবে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি মন্ত্রী শুক্লবৈদ্য। প্রসঙ্গটি এড়িয়ে যান শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায়ও। বলেন, ‘‘নতুন এনআরসির আগেই নাগরিকত্ব সংশোধনী বিল আসছে। তাতে ধর্মীয় পরিচয় নয়, বাংলাদেশ-আফগানিস্তান-পাকিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে আসা শরণার্থীদেরই নাগরিকত্ব দেওয়া হবে। নেপালের কথাও যুক্ত হতে পারে।’’

রাজদীপবাবু সংসদীয় দলের বৈঠকের উল্লেখ করে বলেন, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের কোনও সংখ্যাগুরু মুসলিমও যদি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে নাগরিকত্বের আবেদন করেন, সেটিও বিবেচনার জন্য নেওয়া হবে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজিত শিলচর বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে এসেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement