মনু সিঙ্ঘভি আজ কংগ্রেসের মঞ্চ থেকে বলেন, ‘‘আমি খুশি যে রাহুল গান্ধীও একই কথা বলেছেন। বিরোধী ভোটের বিভাজন রুখতে হবে।’’ তাঁর ব্যাখ্যা, মমতা বিরোধী জোটের একটি স্তম্ভ হলে কংগ্রেস, এনসিপি, ডিএমকে তার অন্যান্য স্তম্ভ।
জোটবদ্ধ: শরদ যাদবের বাড়িতে রাহুল গান্ধী। শুক্রবার। ছবি পিটিআই।
তাঁর নেতৃত্ব মানতে বিরোধী শিবিরের অনেকেই অরাজি। তিনি নিজেও তা জানেন। তবু ধারাবাহিক হারে কোণঠাসা রাহুল গান্ধী আজ ফের ‘বিরোধী ঐক্য’-র ডাক দিলেন। দিল্লিতে প্রাক্তন জেডিইউ নেতা শরদ যাদবের বাড়িতে তাঁর সঙ্গে বৈঠকের পরে রাহুল বলেন, ‘‘আরএসএস এবং নরেন্দ্র মোদীর বিরোধীদের একজোট হতে হবে। কী ভাবে হবে, তার কাঠামো নিয়ে আলোচনা চলছে। একে আরও এগিয়ে নিয়ে যাওয়া জরুরি।’’
উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে হারের পরে কংগ্রেসের বিক্ষুব্ধরা দাবি তুলেছিলেন, বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সমমনস্ক দলগুলির সঙ্গে কথা বলুন। কিন্তু সদ্য শেষ হওয়া সংসদের অধিবেশনে কংগ্রেসের উদ্যোগ দেখা যায়নি। আগে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গের ঘরে অন্য দলগুলিকে ডেকে প্রতি দিন যে সমন্বয়ের চেষ্টা হত, তা এ বার হয়নি। উল্টে কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল বাকিদের সঙ্গে ‘ব্লক’ তৈরির চেষ্টা করেছে।
এই প্রেক্ষিতে জনতা পরিবারের নেতা শরদ যাদবের সঙ্গে রাহুলের বৈঠক ও বিরোধী জোটের ডাক দেওয়ার পরে প্রশ্ন উঠেছে, রাহুল কি অন্য বিরোধীদের সঙ্গে ‘দৌত্য’ শুরু করবেন?
শরদ যাদব জেডিইউ ছেড়ে নতুন দল করলেও, সম্প্রতি তা আরজেডি-তে মিশেছে। রাহুল তাঁকে নিজের ‘গুরু’ বলেছেন। অতীতেও রাহুল সংসদে বিরোধী জোটে উদ্যোগী হলেও নিজেকে সামনে রাখতে চেয়েছেন। এ বার কি তাতে বদল হবে?
মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিরোধীদের চিঠি লিখে সিবিআই, ইডির অপব্যবহারের বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক দিয়েছিলেন। মমতার অনুরোধে শরদ পওয়ার বিরোধী নেতাদের সঙ্গে কথা বলবেন। পওয়ারের মত, বিরোধী জোট কংগ্রেসকে ছাড়া হবে না। কিন্তু মমতার কংগ্রেস নিয়ে ‘অ্যালার্জি’। বাংলা থেকে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, বিজেপি চূড়ান্ত সাফল্যেও ৩৯ শতাংশের বেশি ভোট পায়নি। ফলে বাকি ৬১ শতাংশ বিরোধী ভোটের এককাট্টা হওয়া দরকার। মমতা এই জোটের একটি স্তম্ভ।
মনু সিঙ্ঘভি আজ কংগ্রেসের মঞ্চ থেকে বলেন, ‘‘আমি খুশি যে রাহুল গান্ধীও একই কথা বলেছেন। বিরোধী ভোটের বিভাজন রুখতে হবে।’’ তাঁর ব্যাখ্যা, মমতা বিরোধী জোটের একটি স্তম্ভ হলে কংগ্রেস, এনসিপি, ডিএমকে তার অন্যান্য স্তম্ভ।