কড়া পদক্ষেপ টেলিকম মন্ত্রকের। প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক
এ বার থেকে হোয়াটসঅ্যাপে কুরুচিকর বা অবমাননাকর মেসেজ পেলে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো যাবে টেলিকম মন্ত্রকে। শুক্রবার নয়াদিল্লিতে একটি টুইট বার্তায় এই খবর জানানো হয়েছে টেলিকম মন্ত্রকের তরফে।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এর জন্য অভিযোগকারীকে ওই মেসেজের স্ক্রিনশট নিয়ে ইমেল করতে হবে ccaddn-dot@nic.in এই ঠিকানায়। তার সঙ্গেই দিতে হবে যে ফোন নম্বর থেকে মেসেজটি এসেছে, সেই নম্বরটিও।
এই ধরনের অভিযোগ পেলে তারপর মন্ত্রকের তরফ থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগ পেলেই মন্ত্রক যোগাযোগ করবে টেলিকম অপারেটর এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে। ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে।
বেশ কিছু সময় ধরেই ফেক নিউজ এবং ফেক নিউজ সংক্রান্ত হিংসা ছড়িয়ে পড়ার কারণে কথা উঠছিল পদক্ষেপ করার জন্য। অভিযোগ জানিয়েছিলেন বেশ কিছু সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও। সেই প্রেক্ষিতেই মন্ত্রকের তরফে এমন বার্তা দেওয়া হল বলে মনে করা হচ্ছে। এছারাও কেন্দ্রের তরফে সমস্ত টেলিকম অপারেটরদের কাছে অনুরোধ করা হয়েছে এই ধরনের বার্তা বা হিংসামূলক কোনও মেসেজ পেলে ব্যবহারকারীরা কী ভাবে সাহায্য পেতে পারে তা জানানোর জন্য অবিলম্বে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করবার জন্য।
আরও পড়ুন: নির্বাচনের আগে ভুয়ো খবর আটকাতে তৎপরতা, ফেসবুককে সমন পাঠাল ভারত
আরও পড়ুন: কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনকে নির্দেশ সুপ্রিম কোর্টের