Physical Distancing

‘সামাজিক’ নয়, দূরত্ব ‘শারীরিক’ মানল কেন্দ্র

করোনা সংক্রমণের একেবারে গোড়া থেকেই সরকারি নির্দেশিকায় ঢালাও ব্যবহার হয়ে এসেছে ‘সোশ্যাল ডিসট্যান্স’ শব্দবন্ধটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২০ ০৪:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

‘সামাজিক দূরত্ব’ শব্দে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হচ্ছে। তৃণমূল সাংসদ শান্তনু সেনের এই যুক্তি মেনে নিয়ে আগামী দিনে করোনা সংক্রান্ত নির্দেশিকায় পরস্পরের সঙ্গে দূরত্ব রেখে চলার প্রশ্নে আর ‘সামাজিক দূরত্ব’ নয়, ‘শারীরিক দূরত্ব’ শব্দবন্ধ ব্যবহার করা হবে বলে জানাল কেন্দ্র।

Advertisement

করোনা সংক্রমণের একেবারে গোড়া থেকেই সরকারি নির্দেশিকায় ঢালাও ব্যবহার হয়ে এসেছে ‘সোশ্যাল ডিসট্যান্স’ শব্দবন্ধটি। ছোঁয়াচে করোনা রোগ যাতে না-ছড়ায় তার জন্য মানুষে-মানুষে ‘সামাজিক দূরত্ব’ রেখে চলার প্রশ্নে প্রচার চালিয়ে আসছে মোদী সরকার। সংসদের বাদল অধিবেশনে ওই শব্দবন্ধটির ব্যবহার নিয়ে প্রথম আপত্তি তোলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। তিনি রাজ্যসভায় বিষয়টি নিয়ে সরব হন।

শান্তনুবাবুর যুক্তি ছিল, করোনা রোগ সম্পর্কে এমনিতেই মানুষের ভুল ধারণা রয়েছে। তার মধ্যে সামাজিক দূরত্ব শব্দটি ব্যবহার হওয়ায় সমাজে করোনা রোগী ও সুস্থ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। পরিবর্তে তিনি এক অপরের সঙ্গে শারীরিক দূরত্ব রাখার কথা বলার পরামর্শ দেন। তাঁর যুক্তি মেনে নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে সম্প্রতি চিঠি দিয়ে শান্তনুবাবুকে জানিয়েছেন, সংক্রমণ এড়ানোর প্রশ্নে দুই ব্যক্তির মধ্যে ‘শারীরিক দূরত্ব’ শব্দবন্ধটি ব্যবহার হওয়া বাঞ্ছনীয়। আগামী দিন থেকে কেন্দ্রের সমস্ত নির্দেশিকায় সামাজিক দূরত্বের পরিবর্তে শারীরিক দূরত্ব রেখে চলার পরামর্শ থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement