ঐশী ঘোষ।—ফাইল চিত্র।
জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষেরই শুধু মাথায় লাগেনি, লেগেছিল আরও অনেকের। সেটাকে সংবাদমাধ্যম গুরুত্ব দিচ্ছে না অভিযোগ করে আজ সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি জানালেন, জামিয়া মিলিয়া চত্বরে মারধরের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের পাশে রয়েছেন তিনি।
একটি অনুষ্ঠানে শাহকে আজ প্রশ্ন করা হয়, ঐশীর উপর হামলা নিয়ে। শাহের মন্তব্য, ‘‘জেএনইউয়ের বিষয়টি আলাদা। ওটি ছিল বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন। এ রকম ছাত্র আন্দোলন বহু জায়গাতেই হয়। ওটি ছিল দুই ছাত্র গোষ্ঠীর লড়াই। সে দিনের ঘটনায় ঐশী ঘোষেরই শুধু চোট লাগেনি, আরও অনেকেরই লেগেছিল। কিন্তু তাঁদের খুঁজে দেখার পরোয়া আপনারা করেন না।’’
জামিয়ায় পুলিশি হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিরোধী নই। এ বিষয়ে যথেষ্ট সহিষ্ণুতাও আমাদের রয়েছে। কিন্তু জামিয়ার বাইরে যারা বাসে আগুন জ্বালিয়েছিল, তারাই তাড়া খেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যায়। বাস জ্বালানো কোন ধরনের শান্তিপূর্ণ আন্দোলন? সে দিন পুলিশ উচিত কাজই করেছে। আমি পুলিশের পাশে রয়েছি।’’