New Delhi

বাইক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাস্তায়, তারপর...

সেখানে রাস্তার ধারে কোনও পাবলিক টয়লেট ছিল না। তাই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইক থামিয়ে গিয়েছিলেন রাস্তার ধারেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ১২:১৭
Share:

প্রকৃতির ডাকে সাড়া দিয়ে গিয়ে বাইক খোয়ালেন ব্যক্তি। অলঙ্করণে তিয়াসা দাস।

গ্রেটার নয়ডার রাস্তা দিয়ে বাইক ছুটিয়ে যাচ্ছিলেন আকাশ নামের এক ব্যক্তি। অনেক ক্ষণ ধরেই খুঁজছিলেন পাবলিক টয়লেট। কিন্তু সেখানে রাস্তার ধারে কোনও পাবলিক টয়লেট ছিল না। তাই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইক থামিয়ে গিয়েছিলেন রাস্তার ধারেই। সেই সময় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি আকাশের বাইক নিয়ে চম্পট দেয়।

Advertisement

রাস্তা থেকে বাইক চুরির এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দু’টো নাগাদ। ঘটনার পর সূর্যপুর থানায় অভিযোগ দায়ের করে আকাশ। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

বাইক চুরির এই ঘটনা নিয়ে সূর্যপুর থানার এক অফিসার বলেছেন, ‘‘সূর্যপুর থানার অধীনে তিলপথ মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। এই ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইক থামিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। কিন্তু বাইকে চাবি লাগানো ছিল। সে সময় ওই রাস্তা দিয়ে লাল রঙের স্কুটারে করে যাচ্ছিলেন দু’জন। তাঁদের মধ্য এক জন নেমে বাইক নিয়ে পালিয়ে যায়।’’

Advertisement

অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় যোগী-ভাগবতকে কটূক্তি, দেশদ্রোহ মামলা র‌্যাপারের বিরুদ্ধে

আরও পড়ুন: এনআরসি অন্যত্রও, বললেন রাষ্ট্রপতি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement