Vaccination

টিকা না নিলে মিলবে না বেতন, সরকারি কর্মীদের হুঁশিয়ারি উজ্জয়িনীর জেলাশাসকের

নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলার রাজস্ব দফতরের আধিকারিকরা সরকারি কর্মীদের থেকে টিকাকরণের শংসাপত্র নেবেন। তার পরেই বেতন দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:৩৬
Share:

জেলাশাসক জানিয়েছেন, ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে এই নির্দেশিকা ফাইল চিত্র।

সরকারি কর্মীরা যাতে প্রত্যেকে টিকা নিয়ে নেন তার জন্য এ বার এক অভিনব নির্দেশিকা জারি করল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জেলাশাসক। জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে তাঁদের বেতন দেওয়া হবে না।

Advertisement

মঙ্গলবার উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ একটি নির্দেশিকা জারি করেন। সেখানে লেখা, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে না। টিকা নেওয়ার পরে শংসাপত্র জমা দিলে তবেই তাঁদের বেতন দেওয়া হবে।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইকে আশিস বলেন, ‘‘জেলায় ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। সেই লক্ষ্য পূরণের জন্য সব রকমের পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।’’ নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলার রাজস্ব দফতরের আধিকারিকরা সরকারি কর্মীদের থেকে টিকাকরণের শংসাপত্র নেবেন। তার পরেই তাঁদের বেতনের প্রক্রিয়া হবে। যে সব দফতরে চুক্তির ভিত্তিতে কর্মী কাজ করেন তাঁদের টিকাকরণের তথ্যও সংশ্লিষ্ট দফতরের প্রধানকে জানাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement