Sonia Gandhi

সনিয়ার চিঠি চাপ নয়, দাবি শিবসেনা ও কংগ্রেসের

১৪ ডিসেম্বর উদ্ধবকে একটি চিঠি দিয়েছেন সনিয়া। সেখানে মহারাষ্ট্রে জোট সরকার যাতে তাদের অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণে যত্নবান হয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা 

মুম্বই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৩:১৬
Share:

—ফাইল চিত্র।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে লেখা সনিয়া গাঁধীর চিঠি চাপের রাজনীতি নয় বলে মন্তব্য করল শিবসেনা। কংগ্রেসও দাবি করল, এ চিঠি কোনও অসন্তোষের ফসল নয়।

Advertisement

১৪ ডিসেম্বর উদ্ধবকে একটি চিঠি দিয়েছেন সনিয়া। সেখানে মহারাষ্ট্রে জোট সরকার যাতে তাদের অভিন্ন ন্যূনতম কর্মসূচি রূপায়ণে যত্নবান হয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। বিশেষত দলিত এবং জনজাতি সম্প্রদায়ের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের উপরে তিনি জোর দিয়েছেন। মহারাষ্ট্রে জোট সরকার গঠনের পরে এই প্রথম এ ভাবে উদ্ধবকে চিঠি লিখলেন ইউপিএ সভানেত্রী সনিয়া। রাজনৈতিক শিবিরে তাই গুঞ্জন তৈরি হয়েছিল, এর মধ্যে কোনও অসন্তোষের বার্তা সুপ্ত রয়েছে কি না। আজ শিবসেনা এবং কংগ্রেস, উভয়েই তা নস্যাৎ করতে উদ্যোগী হল।

শিবসেনা নেতা সঞ্জয় রাউত দাবি করলেন, এই চিঠির পিছনে কোনও ‘চাপের রাজনীতি’ নেই। তাঁর কথায়, ‘‘মহারাষ্ট্রে জোট গঠনের ব্যাপারে সনিয়ার অবদান রয়েছে। অভিন্ন ন্যূনতম কর্মসূচি সেই জোটেরই তৈরি এবং উদ্ধব তা রূপায়ণের দিকেই এগোচ্ছেন। অতিমারির

Advertisement

কারণে কিছু কাজ সাময়িক ভাবে পিছিয়ে গিয়েছে। কিন্তু সরকার ক্রমশ ছন্দে ফিরছে। অভিন্ন ন্যূনতম কর্মসূচিতে দৃষ্টি নিবদ্ধ করেই এগোচ্ছে।’’

অন্য দিকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি, জোট সরকারের রাজস্বমন্ত্রী বালাসাহেব থোরাটও দাবি করেন, সনিয়ার চিঠি অসন্তোষের ফসল নয়, আলাপ-আলোচনার অংশ। ‘‘কংগ্রেস বরাবরই দরিদ্র এবং পিছিয়ে পড়া অংশের উন্নয়নের কথা বলে। সেই সংক্রান্ত আলাপ-আলোচনার স্বার্থেই সনিয়া চিঠি লিখেছেন। এর মানে এই নয় যে, জোট সরকারের কাজকর্মে তিনি অসন্তুষ্ট,’’ দাবি করেছেন থোরাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement