Salman Khurshid

নেতৃত্ব নিয়ে সঙ্কট নেই, কপিল কটাক্ষের উত্তরে বার্তা খুরশিদের

বিহারে হাতশিবিরের ব্যর্থতার পর থেকেই কংগ্রেসের ‘কলহ পর্ব’ ক্রমশ প্রলম্বিত হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৬:৩৮
Share:

সলমন খুরশিদ। —ফাইল চিত্র

বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই কংগ্রেসে তুঙ্গে উঠেছে অভ্যন্তরীণ কাজিয়া। এই আবহে এ বার ময়দানে নামলেন দলে সনিয়া গাঁধীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তাঁর দাবি, দলের নেতৃত্ব নিয়ে কোনও সঙ্কট নেই। পুরো দল সনিয়া এবং রাহুলকে সমর্থন করছেন বলেও দাবি তাঁর। তবে প্রকাশ্যে দলের সমালোচনা করা নিয়ে আপত্তি জানিয়েছেন খুরশিদ।

বিহারে হাতশিবিরের ব্যর্থতার পর থেকেই কংগ্রেসের ‘কলহ পর্ব’ ক্রমশ প্রলম্বিত হচ্ছে। দলের ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন কপিল সিব্বল এবং পি চিদম্বরমের মতো প্রবীণ কংগ্রেস নেতারা। সেই প্রেক্ষাপটে এ দিন সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে খুরশিদের পাল্টা প্রশ্ন, ‘‘নেতৃত্ব আমার কথা শোনে। আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তাঁদেরও (যাঁরা সমালোচনা করছেন) সুযোগ দিয়েছে। নেতৃত্ব যদি কথা না শুনত তা হলে এগুলো কী ভাবে হত?’’

বিহারে বিধানসভা ভোট এবং কয়েক রাজ্যে উপনির্বাচনে দলের ভরাডুবি নিয়ে সিব্বল এবং চিদম্বরমের যে ব্যাখ্যা তা অস্বীকার করেননি খুরশিদ। তবে তা নিয়ে প্রকাশ্যে জলঘোলা করার ব্যাপারে আপত্তি তুলেছেন তিনি। একই সঙ্গে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্নের জবাবও দিয়েছেন। তাঁর দাবি, ‘‘দলে নেতৃত্ব নিয়ে কোনও সঙ্কট নেই। এটা আমি জোর দিয়েই বলছি।’’ তাঁর মতে, ‘‘এটা অন্ধ ছাড়া সকলেই বুঝতে পারবে।’’

Advertisement

আরও পড়ুন: ১৮ মাস নেতাহীন কংগ্রেস, বিরোধী দল হিসেবে কার্যকরী নয়, মন্তব্য কপিল সিব্বলের

আরও পড়ুন: বৈশাখী নিমন্ত্রিত নন, বিজেপির বিজয়া সম্মিলনীতে যাচ্ছেন না শোভন

Advertisement

বিহার এবং কয়েকটি রাজ্যে উপনির্বাচনে কংগ্রেসের ফলাফলকে সামনে রেখে সম্প্রতি প্রকাশ্যেই তোপ দাগেন সিব্বল। তাঁর নিশানা ছিল দলীয় নেতৃত্বের দিকে। বিহারে কংগ্রেসের কৌশল নিয়ে সর্বসমক্ষেই প্রশ্ন তুলেছিলেন চিদম্বরম। জোড়া কাঁটায় বিদ্ধ হয়ে কার্যত ফুঁসে ওঠেন কংগ্রেস নেতাদের একাংশ। পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে ওঠে যে কপিলকে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে বসেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। এর পর স্বাভাবিক ভাবেই সেই কাজিয়ায় ছেদ পড়েনি। সুর চড়া রেখেই কপিল ফের প্রশ্ন তুলেছেন, রাহুল সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর, ‘‘‘১৮ মাস হয়ে গেল পূর্ণসময়ের সভাপতি নেই দলে। এমন পরিস্থিতিতে কীভাবে কার্যকরী প্রতিপক্ষ হয়ে উঠবে দল।’’ কংগ্রেস এখন বিরোধী দল হিসাবে অকেজো বলেও ফের বোমা ফাটিয়েছেন কপিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement