আফস্পা মামলায় সেনাদের আর্জিতে আপত্তি নেই নির্মলার

আফস্পা মামলায় সেনাদের সুপ্রিম কোর্টে আর্জি জানানো নিয়ে তাঁর আপত্তি নেই বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৪১
Share:

নির্মলা সীতারামন।

আফস্পা মামলায় সেনাদের সুপ্রিম কোর্টে আর্জি জানানো নিয়ে তাঁর আপত্তি নেই বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisement

মণিপুরে সেনার বিরুদ্ধে একাধিক ভুয়ো সংঘর্ষের ঘটনা নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলায় আফস্পা বা বিশেষ সেনা ক্ষমতা আইন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জঙ্গি অধ্যুষিত এলাকায় কাজ করার সময়ে ওই আইনে সেনাদের আইনি সুরক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু আইনের অপব্যবহার করে সেনারা ভুয়ো সংঘর্ষের মতো ঘটনা ঘটাচ্ছেন বলে দাবি নানা শিবিরের। সরকারও এই আইনে কিছু পরিবর্তন করার কথা ভাবছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। এই পরিস্থিতিতে আফস্পা নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন ৭০০ জন সেনা অফিসার ও জওয়ান। আফস্পা ‘লঘু’ হওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।

নির্মলার মতে, ‘‘সেনাদের মনে কিছু আশঙ্কা রয়েছে। সুপ্রিম কোর্ট আফস্পা নিয়ে শুনানি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে সেখানে যদি সেনারা নিজেদের বক্তব্য পেশ করতে চান তাহলে আমার আপত্তি নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement