Nityanand Rai

বিহারে বিজেপির ভোট সামলাবেন নিত্যানন্দ

নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বেই এ বার বিজেপি বিহারের ভোট পরিচালনা কমিটি তৈরি করল। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৫
Share:

নিত্যানন্দ রাই। —ফাইল চিত্র।

গত লোকসভা ভোটের তিন বছর আগে অমিত শাহ নিত্যানন্দ রাইকে বিহারে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। বিহারের ৪০টির মধ্যে ৩৯টি আসনেই এনডিএ জিতেছিল। ভোটের পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ নিত্যানন্দকে নিজের প্রতিমন্ত্রী করেন। সেই নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বেই এ বার বিজেপি বিহারের ভোট পরিচালনা কমিটি তৈরি করল। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে নির্বাচনের প্রচার কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

Advertisement

শুক্রবারই নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়েই বিহারের নির্বাচন হবে। যার অর্থ, ২৯ নভেম্বরের আগে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। অক্টোবর-নভেম্বরে বিহারের ভোট। সব দলই আশা করছে, আগামী দু’এক সপ্তাহের মধ্যেই বিহারের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। কোভিড-আবহে বিহারের বিধানসভা নির্বাচনই হবে প্রথম ভোট।

বিজেপি সূত্রের ব্যাখ্যা, রাজ্যের জাতপাতের সমীকরণ মাথায় রেখেই নির্বাচনী কমিটি তৈরি হয়েছে। নিত্যানন্দকে দায়িত্ব দিয়ে ওবিসি ও যাদব সমাজকে পাশে রাখার বার্তা দেওয়া হয়েছে। আবার উচ্চবর্ণকে বার্তা দিতে ভোট ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পেেয়ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, ব্রাহ্মণ নেতা মঙ্গল পাণ্ডে।

Advertisement

বিহারের এনডিএ জোটে আসন বণ্টন নিয়ে নীতীশ কুমারের সঙ্গে লোক জনশক্তি পার্টির বিরোধ চলছে। জল্পনা, রামবিলাস-চিরাগ পাসোয়ানদের সামনে রেখে বিজেপিই চাপ রাখছে। সেই জল্পনা উস্কে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, বিহারের সাংসদ রাজ কুমার সিংহ দাবি করেছেন, বিজেপি একা সরকার গড়তে পারলেও বন্ধুত্বের হাত ছাড়তে চায় না। জল্পনা ধামাচাপা দিতে আজ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সঞ্জয় জয়সোয়াল বলেছেন, এনডিএ এককাট্টা হয়ে ভোটে লড়ে তিন-চতুর্থাংশ আসনে জিতবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement