Nitish Kumar

জোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক কংগ্রেস, মত নীতীশের

চব্বিশের লোকসভা ভোটের দিকে তাকিয়ে জোট নিয়ে বিভিন্ন স্তরে যখন আলোচনা শুরু হয়েছে, সেই সময়েই বিহারের বিজেপি-বিরোধী মহাজোট আজ জনসভা করেছে পূর্ণিয়ায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪১
Share:

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছবি: পিটিআই।

কংগ্রেস-সহ বিরোধীরা একজোট হলে চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে একশোটি আসনের মধ্যে আটকে রাখা সম্ভব বলে দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পূর্ণিয়ায় এক সভায় জেডিইউ নেতা নীতীশ আজ জোট নিয়ে কংগ্রেসকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন। ওই সভাতেই ভার্চুয়াল বক্তৃতায় আরজেডি নেতা লালুপ্রসাদ বলেছেন, চব্বিশের লোকসভা আর পরের বছর বিহারের বিধানসভা ভোটে বিজেপিকে হারানোই তাঁদের লক্ষ্য। আর আজই বিহারে জনসভা করে বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই বিজেপিকে ছেড়ে কংগ্রেস আর আরজেডির হাত ধরেছেন নীতীশ কুমার।

Advertisement

চব্বিশের লোকসভা ভোটের দিকে তাকিয়ে জোট নিয়ে বিভিন্ন স্তরে যখন আলোচনা শুরু হয়েছে, সেই সময়েই বিহারের বিজেপি-বিরোধী মহাজোট আজ জনসভা করেছে পূর্ণিয়ায়। সেখানে নীতীশ বলেন, ‘‘কংগ্রেস-সহ সব বিরোধী দল যদি একজোট হতে পারে, তাহলে লোকসভা ভোটে একশো আসনের মধ্যে আটকে যাবে বিজেপি।’’ এর সঙ্গেই তাঁর মন্তব্য, ‘‘কংগ্রেসকে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। যদি তারা আমার প্রস্তাব মেনে নেন, তাহলে বিজেপি একশো আসন পাবে না। না মানলে কী হবে, সেটা আপনারা জানেন।’’ এই সভা থেকে পুরনো ভঙ্গিতে বিজেপি-আরএসএসকে নিশানা করেছেন আরজেডি নেতা লালু প্রসাদ। কিডনির অস্ত্রোপচারের পর এই প্রথম জনসভায় নিজের বক্তব্য জানালেন আরজেডি নেতা। তবে ভার্চুয়াল। তিনি বলেন, ‘‘বিজেপি আর আরএসএস দেশের সংখ্যালঘুদের বিরোধী। ২০২৪-এর লোকসভা আর পরের বছর বিহারের বিধানসভা ভোটে ওদের মুছে দেব।’’

বিহারের বাল্মীকিনগরের একটি সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘জয়প্রকাশ নারায়ণের সময় থেকে কংগ্রেসের বিরুদ্ধে আর পরে বিহারে জঙ্গলরাজ শেষ করতে লড়াই করেছেন নীতীশ। কিন্তু তিনিই এখন জঙ্গলরাজের মূল কারিগর লালু প্রসাদের কোলে বসে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement