Shiv Sena

Nitish Kumar: তুফান তুলেছেন নীতীশ! বিহারে মহারাষ্ট্রের উলটপুরাণ নিয়ে সেনার নিশানায় বিজেপি

বিজেপির সঙ্গ ছেড়ে বিহারে মহাজোটে সামিল হয়েছে নীতীশ কুমারের জেডি (ইউ)। এ নিয়ে পদ্মবাহিনীকে নিশানা করল শিবসেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:১৫
Share:

ফাইল চিত্র।

কিছু ব্যবধানেই মহারাষ্ট্রের উলটপুরাণ ঘটেছে বিহারে। মহারাষ্ট্রে শিবসেনার অন্দরে বিদ্রোহ মাথা চাড়া দিতেই বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে জোট সরকারকে ফেলে কুর্সি দখল করেছে বিজেপি। বিহারে পদ্মবাহিনীর সঙ্গ ছেড়ে মহাজোটে শামিল হয়ে নতুন চাল চেলেছেন নীতীশ কুমার। এ নিয়ে এ বার নীতীশের তারিফ করে বিজেপিকে তুলোধোনা করল শিবসেনা।

Advertisement

বিহারে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুফান তুলেছেন নীতীশ। এটা যদি সাইক্লোনে পরিণত হয়, তা হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে— এমন বক্তব্য উদ্ধব ঠাকরের দলের। বিজেপির হাত ছাড়ায় বিহারের মুখ্যমন্ত্রীর প্রশংসা করা হয়েছে শিবসেনা মুখপত্র ‘সামনা’য়। সেনার মুখপত্রে বলা হয়েছে, জেডি (ইউ)-কে ভাঙতে চেয়েছিল বিজেপি। কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে যোগ্য জবাব দিয়েছেন নীতীশ। বিহারের দৃষ্টান্ত সামনে রেখে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনায় বিদ্রোহের অন্যতম কাণ্ডারী একনাথ শিন্ডেকে নিশানা করা হয়েছে মুখপত্রে।

সেনা মুখপত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ওঁর (শিন্ডে) বোঝা উচিত যে, বিজেপি ছাড়াই যে চলা যায়, তা দেখিয়েছেন নীতীশ। নীতীশ ও লালুপ্রসাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা অবিলম্বে মেটানো দরকার বলেও ‘সমনা’র সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করে নীতীশের জেডিইউ। বুধবার আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে মহাজোটে শামিল হয়ে অষ্টম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন নীতীশ।

লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ক্ষমতা হারানো বিজেপির জন্য ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিজেপিকে বিঁধে যে ভাবে সরব হল শিবসেনা, তা উল্লেখযোগ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement