জেতা নিয়ে ‘যদি’র কথা নিতিনেরও

সোজাসাপ্টা কথা বলার জন্য খ্যাত গডকড়ী। এক সময়ে ভরা হাটে তিনিই মোদীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস করে দিয়েছিলেন।

Advertisement

দিগন্ত বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২০
Share:

নিতিন গডকড়ী।

বছরখানেক আগে দেশের কোনও প্রান্তের এক পঞ্চায়েতে জয় হলেও বিজেপি ঢাক পিটিয়ে বলত, ‘মোদী-ঝড়’, ‘মোদী-জাদু’। কথায় কথায় বেরিয়ে আসত ৫৬ ইঞ্চির আস্ফালন।

Advertisement

সেই আত্মবিশ্বাসে কি ভাটা পড়েছে? হারের আশঙ্কা কি গ্রাস করছে বিজেপিকে?

তা না হলে ক’দিন আগে খোদ অমিত শাহ কেন বিরোধীদের বললেন, ‘‘আজ ক্ষমতায় আমরা আছি, কাল আপনারাও আসতে পারেন।’’ যদি ধরেও নেওয়া যায়, নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যসভায় নিজের প্রথম বক্তৃতায় অমিতের মুখ ফস্কে বেরিয়েছে এ কথা, কেন্দ্রীয় মন্ত্রিসভার আর এক প্রথম সারির সদস্যেরও কেন একই সুর? আজ এক অনুষ্ঠানে মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী বলেছেন, ‘‘বিরোধীরা জোর লাগাক, আমরাও চেষ্টা করব। যদি জিততে পারি, ক্ষমতায় আসব। তা না হলে বিরোধী আসনে বসব।’’

Advertisement

সোজাসাপ্টা কথা বলার জন্য খ্যাত গডকড়ী। এক সময়ে ভরা হাটে তিনিই মোদীর সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা ফাঁস করে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নাকি তাঁকে বলেছিলেন, ‘অচ্ছে দিন’ স্লোগান এখন গলার কাঁটা হয়ে গিয়েছে। লোকসভা ভোটের সময়ে বলে ফেঁসে গিয়েছেন। সেই গডকড়ীও কি তবে ‘হারের’ আশঙ্কা করছেন? কেন তাঁর মতো প্রথম সারির বিজেপি নেতাদের মুখে ধারাবাহিক ভাবে উঠে আসছে পরাজয়ের কথা?

কংগ্রেসের নেতা সচিন পায়লটের প্রতিক্রিয়া, ‘‘আসলে দেওয়াল লিখন পড়তে পারছেন প্রধানমন্ত্রী। গুজরাতের ভোট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নরেন্দ্র মোদীর গড়েও তাঁকে পরাস্ত করা সম্ভব। লোকসভা ভোট আসতে আসতে একজোট হবে বিরোধীরা। বিজেপির পরাজয় নিশ্চিত। তাই আগেভাগে গান গেয়ে রাখছেন তাদের নেতারা।’’

কংগ্রেসের মতে, দিল্লিতে বিজেপির নতুন ভবনের উদ্বোধনের দিনেও বাজপেয়ী জমানায় এনডিএ-র সাফল্যের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। গত তিন বছর লাগাতার উপেক্ষার পরে এখন এনডিএ-র শরিকেরাও ফোঁস করতে শুরু করেছে। মোদীও বুঝতে পারছেন, ঘরে-বাইরে সঙ্কট। একার জোরে ক্ষমতায় তো ফেরার কোনও সম্ভাবনা নেই। তাই এখন থেকেই শরিকদের মন জয়ের চেষ্টা করছেন।

বিজেপিতে অবশ্য গুঞ্জন, গডকড়ী কি আজ প্রধানমন্ত্রীকেও বার্তা দিতে চাইলেন? কারণ, পরের ভোটে যদি বিজেপি একার জোরে ক্ষমতায় আসতে না পারে, তা হলে অনেক শরিকই মোদীকে ফের প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে বেঁকে বসতে পারে। সে ক্ষেত্রে রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ, অরুণ জেটলির পাশাপাশি গডকড়ীও অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন। বিজেপির অবশ্য বক্তব্য, গডকড়ী যা বলেছেন সেটি একটি স্বাভাবিক মন্তব্য। এর এত রাজনৈতিক অর্থ খোঁজা অযৌক্তিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement