Nitin Gadkari

নির্মলা মন্দার দাবি ওড়ালেও মানলেন নিতিন, বললেন, ‘আশা হারাবেন না’

কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন অর্থনীতি নিয়ে তাঁর দাবিকে জোরদার করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় নিতিন গডকড়ীর এই ‘পেপটক’ দেশের অর্থনীতির বাস্তব চিত্রটাকে আরও প্রকাশ্যে আনল বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫১
Share:

নিতিন গডকড়ী। ফাইল চিত্র।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার বারই দাবি করছেন, দেশের অর্থনীতির হাল মোটেও উদ্বেগজনক নয়। কিন্তু সেই অর্থনীতির হাল নিয়েই এ বার অন্য সুর ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর গলায়। শিল্প ও বাণিজ্যমহলকে তিনি বার্তা দিলেন, আর্থিক মন্দা চলছে ঠিকই, তবে আশা হারাবেন না।

Advertisement

শনিবার নাগপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গডকড়ী। সেখান থেকেই তিনি এমন বার্তা দিয়েছেন দেশের শিল্প ও বাণিজ্যমহলকে। গডকড়ী বলেন, “গাড়ি শিল্পের সর্বভারতীয় সমাবেশে সম্প্রতি গিয়েছিলাম। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে কথা হল। তাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে।” এ প্রসঙ্গেই তাদের অভয় দিয়ে গডকড়ী বলেন, “কখনও খুশির সময় আসবে, কখনও আবার দুঃখ। কখনও সাফল্য আসবে, আবার কখনও ব্যর্থতা। জীবনচক্রটা এ ভাবেই তৈরি।”

কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন অর্থনীতি নিয়ে তাঁর দাবিকে জোরদার করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় নিতিন গডকড়ীর এই ‘পেপটক’ দেশের অর্থনীতির বাস্তব চিত্রটাকে আরও প্রকাশ্যে আনল বলে মত বিশেষজ্ঞদের। তাঁরা বলছেন, খারাপ সময়ে দলের মনোবল বাড়াতে যেমন খেলোয়াড়দের ‘পেপটক’ দেন কোচেরা, গডকড়ী অনেকটা সেই কাজ করতে চাইলেন!

Advertisement

আরও পড়ুন: তবু নির্মলা বলছেন, হাল খারাপ নয়!

আরও পড়ুন: বিশ হাজার কোটির দাওয়াই আবাসনে, ঘোষণা নরেন্দ্র মোদী সরকারের

ওই অনুষ্ঠানে গডকড়ী আরও বলেন, “জানি দেশের শিল্প একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বৃদ্ধির হার বাড়াতে চেষ্টা করছি। বিশ্ব অর্থনীতি, চাহিদা, জোগান, বাণিজ্যও একই সমস্যায় ভুগছে। সুতরাং এতে আশাহত হলে চলবে না। এই সময় কেটে যাবে।” সেই সঙ্গে তাঁর দাবি, সে দিন আর দূরে নেই সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা অর্থনীতির দেশ হবে ভারত।

যখন একের পর এক গাড়ি কারখানা উৎপাদন বন্ধ রাখছে। লাখো মানুষের কাজ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিস্কুট থেকে সাবান-শ্যাম্পুর বিক্রি কমছে। এই অবস্থায় নির্মলা সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, ‘‘উৎপাদন চাঙ্গা হওয়ার স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে।’’ সেখানে অর্থমন্ত্রীর এই দাবি এবং গডকড়ীর ‘পেপটক’ দেশের শিল্প ও বাণিজ্যমহলকে কতটা ভরসা জোগাতে সক্ষম হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। অর্থমন্ত্রী যা-ই দাবি করুন না কেন, দু’দিন আগে প্রকাশিত আন্তর্জাতিক অর্থভাণ্ডারের একটি রিপোর্ট কিন্তু দেশের অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরেছে। ওই রিপোর্টে দাবি করা হয়, ভারতের যা আর্থিক বৃদ্ধি আশা করা হয়েছিল, প্রকৃতপক্ষে তার থেকে ঢের কম। আর এই রিপোর্টই দেশের শিল্প ও বাণিজ্যমহলে উদ্বেগ বহুগুণ বাড়িয়েছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement