ছবি: সংগৃহীত।
দেশের অর্থনৈতিক সংস্কারে ‘বিগ ব্যাং’ (মহা-বিস্ফোরণ) ঘটিয়ে দেবে দ্বিতীয় মোদী সরকারের প্রথম ১০০ দিনের কাজ। যা আক্ষরিক অর্থেই, সন্তুষ্ট করবে বিদেশি বিনিয়োগকারীদের। কোনও রাজনৈতিক নেতা নন, এই দাবি করলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।
সেই ‘বিগ ব্যাং’ দেখা যাবে অর্থনৈতিক সংস্কারের কোন কোন ক্ষেত্রে, সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারও উল্লেখ করেছেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। রাজীব কুমারের কথায়, ‘‘ব্যাপক সংস্কার হবে শ্রম আইনের। বেসরকারি শিল্পের ক্ষেত্র সম্প্রসারিত হবে তাৎপর্যপূর্ণ ভাবে। নতুন নতুন শিল্পের জন্য গড়া হবে জমি ব্যাঙ্ক। এই সরকারের প্রথম ১০০ দিনের মধ্যেই এমন কিছু কাজ হবে, যাতে বিদেশি বিনিয়োগকারীদের খুশি হওয়ার কারণ থাকবে যথেষ্টই। আজ যা বলছি, মিলিয়ে নেবেন, অর্থনৈতিক সংস্কারের বন্যা দেখবেন আপনারা ওই অল্প সময়েই।’’
নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম বার ক্ষমতায় আসার পর, প্রধানমন্ত্রী মোদী চার বছর আগে যোজনা কমিশনের অবলুপ্তি ঘটিয়ে নীতি আয়োগ তৈরি করেন। দেশের যাবতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব এখন নীতি আয়োগেরই।
আরও পড়ুন- ড্রাইভারের পরিবর্তে রোজা রাখলেন হিন্দু ফরেস্ট অফিসার
আরও পড়ুন- ‘আপনাকে মিস করব’, সুষমাকে টুইট বিষণ্ণ নেটিজেনদের
রাজীব জানিয়েছেন, জুলাইয়ে সংসদের আগামী অধিবেশনেই শ্রম সংস্কার সংক্রান্ত নতুন বিল লোকসভায় আনছে দ্বিতীয় মোদী সরকার। ওই বিলে শ্রম আইনের ৪৪টি ধারাকে মূল চারটি ক্যাটেগরিতে আনার প্রস্তাব দেওয়া হবে। সেই ক্যাটেগরিগুলি হল, বেতন, শিল্প সম্পর্ক, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ। চতুর্থ ক্যাটেগরিটি হল, পেশাগত নিরাপত্তা, কর্মী-স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে কাজের পরিবেশ।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘‘এ দেশে এসে শিল্প গড়ে তোলার জন্য জমি ব্যাঙ্ক থেকে বিদেশি বিনিয়োগকারীদের জমি দেবে সরকার। যা নিংসন্দেহে সন্তুষ্ট করবে বিদেশি বিনিয়োগকারীদের। তাঁরা আরও উৎসাহিত হবেন এ দেশে এসে শিল্প গ়ড়ে তোলায়।’’