রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা অব্যাহত। রাফাল নিয়ে কংগ্রেসের অভিযোগ ওড়াতে শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন আসরে নামার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা প্রশ্ন তুলে বিতর্কে ঘি ঢালল কংগ্রেস। আর তাতে অস্বস্তি বাড়ল বিজেপির।
ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে গত কয়েক দিন ধরে বিজেপিকে নিশানা করছে কংগ্রেস। তাদের অভিযোগ, ইউপিএ আমলে ১২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার কথা হলেও এখন কেনা হচ্ছে মাত্র ৩৬টি। তা-ও সে সময়কার দামের তিন গুণ বেশি দিয়ে! কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালার অভিযোগ, কংগ্রেস আমলে এই যুদ্ধবিমানের প্রযুক্তি রাষ্ট্রায়ত্ত হ্যাল (হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড)-কে হস্তান্তরের কথা থাকলেও নয়া চুক্তিতে তা নেই। এই প্রক্রিয়ায় অনিল অম্বানীর প্রতিরক্ষা সংস্থা লাভবান হবে বলেও অভিযোগ তুলেছে তারা।
কংগ্রেসের অভিযোগ ‘লজ্জাজনক ও ভিত্তিহীন’ বলে এ দিন আসরে নামেন নির্মলা সীতারামন। তিনি বলেন, কংগ্রেস সরকার ১০ বছর ধরে এই বিমানগুলি কেনার ব্যাপারে গড়িমসি করেছে। জরুরি ভিত্তিতেই এগুলি কেনা হচ্ছে। এই বিমান কেনায় অনিল অম্বানীর সংস্থার লাভবান হওয়ার অভিযোগ উড়িয়ে নির্মলা জানান, দুই দেশের সরকারের মধ্যে বিষয়টি নিয়ে কথাবার্তা হওয়ার পরে কোনও বেসরকারি সংস্থা কী করল, তার সঙ্গে সরকারের কোনও লেনদেন নেই। রাফালের প্রযুক্তি হস্তান্তর দরকার নেই বলেও মত তাঁর।
দ্রুত আসরে নেমে বিজেপির রক্তচাপ বাড়িয়ে একগুচ্ছ প্রশ্ন তুলেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপের অভিযোগ, কংগ্রেস আমলে কত দাম এবং এখন কত দাম দেওয়া হচ্ছে, এই সহজ উত্তরটা প্রতিরক্ষামন্ত্রী দিচ্ছেন না কেন? কেনই বা তিনি অনিল অম্বানীর সংস্থার হয়ে মুখ খুলছেন? নির্মলা দেশকে ভুল পথে চালিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে কংগ্রেস মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রীর দাবি, মোদীর যে সফরে রাফাল চুক্তি হয়, সেই সফরে অনিল অম্বানী ফ্রান্সে যাননি। অথচ তাঁর সংস্থাই জানিয়েছে, ২০১৫-র এপ্রিলে, ঠিক ওই সময় অনিল ফ্রান্সে ছিলেন। তা হলে কে মিথ্যে বলছেন? একই সঙ্গে রাফালের প্রযুক্তি হস্তান্তর নিয়ে নির্মলার মন্তব্যে বিস্মিত কংগ্রেস নেতার প্রশ্ন, একটা রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে প্রযুক্তি এলে তারা লাইসেন্স নিয়েই নতুন বিমান বানাতে পারে। এতে মোদী সরকারের কী আপত্তি? মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’-কে খোঁচা দেন তিনি। জরুরি ভিত্তিতে রাফাল কেনা প্রসঙ্গে রণদীপের কটাক্ষ, ‘‘এতই যখন জরুরি, তখন প্রতিরক্ষামন্ত্রী জানান, ক’টি রাফাল এখনও এসেছে?’’
নোটবন্দি, জিএসটি থেকে শুরু করে হাজার বিতর্কে জেরবার বিজেপি। সামনেই গুজরাতে বিধানসভার ভোট। তার আগে রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে বিজেপি নেতৃত্বের। এক সময় বফর্স-বিতর্কে ভোটে হারতে হয়েছিল রাজীব গাঁধীকে। রাফাল নিয়ে কংগ্রেসের অভিযোগের তিরে বিদ্ধ বিজেপি এখন বফর্সের ভূত দেখছে।