আশাদেবী। —ফাইল চিত্র।
এক সঙ্গে নয়, এক এক করে ফাঁসি দেওয়া হোক দণ্ডিতদের, এ বার এমনই দাবি জানালেন নির্ভয়ার মা আশাদেবী। তাঁর বক্তব্য, ফাঁসির দিন ক্ষণ পিছিয়ে দেওয়াই আসল উদ্দেশ্য দোষীদের। তাই আইনের সঙ্গে খেলা করছে ওরা। এর পরিণাম যে কী হতে পারে, তা বোঝাতেই এক এক করে ফাঁসি দেওয়া উচিত ওদের।
২০১২ সালে ওই ঘটনার সময় নাবালক ছিল বলে সম্প্রতি সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল পবন গুপ্ত। সোমবার তার সেই আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। তার পরেই দণ্ডিতদের এক এক করে ফাঁসি দেওয়ার দাবি জানান আশাদেবী।
এ দিন সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ওদের ফাঁসি পিছিয়ে দেওয়ার কৌশল খারিজ হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হলে শান্তি পাব আমি। যে ভাবে একের পর এক বাধা সৃষ্টি করে ফাঁসি পিছনোর কৌশল করছে, তাতে এক এক করেই ফাঁসিতে ঝোলানো উচিত ওদের, যাতে আইনের সঙ্গে খেলা করার মানে বুঝতে পারে।’’
আরও পড়ুন: নির্ভয়া কাণ্ডের সময় নাবালক ছিল না, পবনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
ঘটনার সময় নাবালক ছিল বলে এর আগে দায়রা আদালত এবং দিল্লি হাইকোর্টেও আবেদন জানিয়েছিল পবন গুপ্ত। সেখানে আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সে। কিন্তু এ দিন বিচারপতি আর ভানুমতী, অশোকভূষণ এবং এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চও তার আর্জি খারিজ করে দেয়।