Nirbhaya Rape Case

নির্ভয়া কাণ্ড: ফাঁসি কবে, রায় হতে পারে আজ

হাইকোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত গত শনি ও রবিবার বিশেষ অধিবেশন বসিয়ে মামলার শুনানি চালিয়েছেন। আজ, বুধবার রায় দেওয়ার কথা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩১
Share:

ফাইল চিত্র।

নির্ভয়াকে ধর্ষণ ও খুনের মামলায় দণ্ডিত চার জনের মৃত্যু পরোয়ানা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিয়েছিল দিল্লির পাটিয়ালা কোর্ট। সেই রায় চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছে কেন্দ্র। মঙ্গলবার নির্ভয়ার মা-বাবা আশাদেবী ও বদ্রীনাথ সিংহ হাইকোর্টে আর্জি জানান, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নিক আদালত।

Advertisement

হাইকোর্টের বিচারপতি সুরেশকুমার কাইত গত শনি ও রবিবার বিশেষ অধিবেশন বসিয়ে মামলার শুনানি চালিয়েছেন। আজ, বুধবার রায় দেওয়ার কথা। নির্ভয়াকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তের ফাঁসির জন্য তিহাড় জেলে প্রস্তুতি সম্পূর্ণ। মেরঠ থেকে ফাঁসুড়েও পৌঁছে গিয়েছেন। কিন্তু বার বার পিছিয়ে গিয়েছে ফাঁসির দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement