Nirbhaya Case

‘২২ জানুয়ারি আমাদের কাছে সবচেয়ে বড়’, ফাঁসির দিন শুনে বললেন নির্ভয়ার মা

অপরাধীদের পক্ষের আইনজীবীরা রায় সংশোধনের জন্য শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ১৭:৪৭
Share:

আদালতের রায়ে স্বস্তি।—ফাইল চিত্র

সাত বছরের লড়াই শেষ হল মঙ্গলবার। কিছুটা প্রলেপ পড়ল এত দিনের তাজা ক্ষতে। দিল্লির পাতিয়ালা আদালত, নির্ভয়ার খুনি-ধর্ষকদের মৃত্যু পরোয়ানা জারি করতেই যেন কিছুটা সান্ত্বনা পেলেন নির্ভয়ার মা-বাবা। আদালতে তাঁরা বললেন, ‘‘যা ঘটেছে তা ভুলতে পারব না। আর অপরাধীদের ক্ষমাও করতে পারব না।’’

Advertisement

মুকেশ সিংহ, অক্ষয় কুমার, পবন গুপ্ত ও বিনয় শর্মা— মঙ্গলবার বিকেলে ওই চার অপরাধীর বিরুদ্ধেই মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা আদালত। নির্দেশ অনুযায়ী, ২২ জানুয়ারি সকাল, সাতটায় কার্যকর হবে ওই চার অপরাধীর ফাঁসি। আদালতের নির্দেশ শোনার পর, প্রাথমিক প্রতিক্রিয়ায় আবেগ ঠিকরে বেরিয়ে এসেছে নির্ভয়ার মা আশা দেবীর কথায়। এ দিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা দেবী বললেন, ‘‘আমরা খুশি। ২২ জানুয়ারি আমাদের কাছে সবচেয়ে বড় দিন হতে চলেছে। ওই দিন আমার মেয়ে বিচার পাবে। বিচার পাবে দেশের অন্য মেয়েরাও। এই ফাঁসিতে দেশের মহিলাদের আইনের উপর আস্থা ফিরবে।’’

সাত বছর অপেক্ষার পর, আদালতে এই জয়ের পরেও অবশ্য শান্ত নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংহ। সাংবাদিকদের সামনে তুলে ধরলেন আদালতের নির্দেশের কথা। অবশ্য, এ নিয়ে আইনি লড়াই এখনই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন অপরাধীদের পক্ষের আইনজীবীরা। তাঁরা রায় সংশোধনের জন্য শীর্ষ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement