National News

কেরলে নিপা ভাইরাসের হানা, আতঙ্কিত না হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা মঙ্গলবার বলেছেন, ‘‘প্রবল জ্বরে আক্রান্ত হয়ে দুই রোগী এসেছিলেন এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।’’

Advertisement

সংবাদ সংস্থা

এর্নাকুলাম (কেরল) শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ১১:২০
Share:

কেরলের একটি হাসপাতালে চলছে রোগীদের রক্তপরীক্ষা। ছবি- রয়টার্স।

ফের ‘নিপা’ ভাইরাসের হানাদারি কেরলে। আক্রান্ত হয়েছেন এর্নাকুলাম জেলার ২৩ বছর বয়সী এক ছাত্র।

Advertisement

কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা মঙ্গলবার বলেছেন, ‘‘প্রবল জ্বরে আক্রান্ত হয়ে দুই রোগী এসেছিলেন এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।’’

তবে হাসপাতাল সূত্রের খবর, ২৩ বছর বয়সী ওই ছাত্রের রক্তের নমুনা পরীক্ষায় ওই ভাইরাস পাওয়া গিয়েছে। ওই যুবকের সংস্পর্শে এসেছেন যাঁরা সেই ৮৬ জনের উপরেও কড়া নজর রাখছেন চিকিৎসকরা। গত বছর জুনেই নিপা-ত্রাস ছড়িয়ে পড়েছিল ভারতে।

Advertisement

কেরলের স্বাস্থ্যমন্ত্রী অবশ্য এও বলেছেন, ‘‘এই ঘটনায় অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্য মন্ত্রক পরিস্থিতির উপর সার্বিক নজর রাখছে।’’

আরও পড়ুন- নিপা-ত্রাসে ফলে বিমুখ কিছু দেশ, বঙ্গে বিপন্ন রফতানি​

আরও পড়ুন- নিপা ভাইরাস ও আমরা​

এর্নাকুলাম জেলার কালেক্টর মহম্মদ ওয়াই সফিরুল্লা জানিয়েছেন, নজরদারির জন্য জেলায় চিকিৎসকদের বেশ কয়েকটি বিশেষ দল গড়া হয়েছে। রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুল্যান্সও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement