আবর্জনার স্তুপ গঙ্গার ঘাটে। -ফাইল চিত্র।
দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন ৪টি রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গ। ৩১টি রাজ্যের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের নাম রয়েছে ২৮ নম্বরে।
রাজ্যের ২৫টি জেলার মধ্যে ১৯টিই দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন এলাকা। আর পরিচ্ছন্নতার নিরিখে দেশের ৫০০টি শহরের তালিকায় সবার শেষে যে ১০০টি শহরের নাম রয়েছে, তার মধ্যে ৪১টিই পশ্চিমবঙ্গের।
পরিচ্ছন্নতার নিরিখে এই পিছিয়ে পড়ার ছবিটা উঠে এসেছে এ বছরের স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষায়। যে সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক। গত ২৩ জুন মধ্যপ্রদেশের ইনদওরে ওই সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমীক্ষা চালানো হয়েছিল এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে।
সমীক্ষা জানাচ্ছে, দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতের ভদ্রেশ্বরও। রয়েছে বিহার ও উত্তরপ্রদেশেরও বেশ কয়েকটি জেলা। আর দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যের শিরোপা পেয়েছে ঝাড়খণ্ড। তার পরেই রয়েছে মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়।
আরও পড়ুন- শিক্ষক পুরস্কারেও বঞ্চনার অভিযোগ
আরও পড়ুন- এ বার বনকর্মীদের সঙ্গেই গভীর জঙ্গলে রাত কাটাতে পারেন আপনিও
ও দিকে, পরিচ্ছন্নতার নিরিখে দেশের অন্যান্য শহরের তুলনায় রাজ্যের যে জেলা ও শহরগুলি আগের চেয়ে আরও পিছিয়ে পড়েছে, তার মধ্যে রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, শ্রীরামপুর, মধ্যমগ্রাম, উত্তর ব্যারাকপুর ও বাঁকুড়া।
রাজ্যের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরগুলির অন্যতম-বাঁশবেড়িয়া, খড়দহ, বৈদ্যবাটী, কামারহাটি, পানিহাটি, বরাহনগর, রিষড়া, টিটাগড়, বর্ধমান, উত্তরপাড়া, নৈহাটি, ভাটপাড়া, দুর্গাপুর, রায়গঞ্জ, দমদম ও উলুবেড়িয়া। দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন ৪টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের পরেই নাম রয়েছে নাগাল্যান্ড, পুদুচেরীর। আর সবার শেষে রয়েছে ত্রিপুরা।
দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্যগুলির তালিকায় প্রথম দশে নাম নেই প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাতেরও। গুজরাত রয়েছে ১৭ নম্বরে। বরং তার আগে রয়েছে মণিপুর ও মিজোরামের মতো উত্তর-পূর্বাঞ্চলের ছোট ছোট রাজ্যগুলি। অনেকটাই এগিয়ে রয়েছে সিকিম, ৬ নম্বরে।
পরিচ্ছন্নতার নিরিখে ভাল নম্বর পায়নি দক্ষিণের দু’টি রাজ্য তামিলনাড়ু ও কর্নাটকও। তামিলনাড়ু রয়েছে ১৩ নম্বরে আর কর্নাটক ১৪-য়। পরিচ্ছন্নতার তালিকায় বরং দক্ষিণের মান রেখেছে অন্ধ্রপ্রদেশ আর তেলঙ্গানা। রাজ্যদু’টির নাম রয়েছে যথাক্রমে ৫ এবং ৭ নম্বরে।