Nigerian

দিল্লিতে পোস্টে বেঁধে মার নাইজেরীয় যুবককে, ভিডিও নিয়ে শোরগোল

স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির মালভিয়া নগর থেকে ওই নাইজেরীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। চুরি, মাদক বিক্রির অভিযোগে  আপাতত জেলেই রয়েছেন ওই যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ১৮:০৬
Share:

ছবি টুইটারের সৌজন্যে।

চুরি আর মাদক বিক্রির অভিযোগে সপ্তাহ দুয়েক আগে এক নাইজেরীয় যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছিল এক দল দিল্লিবাসী। কিন্তু, সম্প্রতি সেই যুবকের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসতে হয়েছে পুলিশকে। ভিডিওটিতে দেখা গিয়েছে, অভিযুক্ত ওই নাইজেরীয় যুবককে লাইট পোস্টে বেঁধে ব্যাপক মারধর করছে কয়েকজন যুবক। তার পর তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ দিল্লির মালভিয়া নগর থেকে ওই নাইজেরীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। চুরি, মাদক বিক্রির অভিযোগে আপাতত জেলেই রয়েছেন ওই যুবক। যদিও মাদক বিক্রির কোনও প্রমাণ এখনও পায়নি পুলিশ।

কিন্তু, সম্প্রতি এনডিটিভি-র হাতে যুবকটিকে মারধর করার একটি ভিডিও আসে। মোবাইলে তোলা ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েকজন যুবক পোস্টে বেঁধে মারধর করছে। তাঁর মোবাইল ফোন ভেঙে দেয় হামলাকারীরা। ওই নাইজেরীয় যুবকটি তাঁকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছে— এমন ছবিও দেখা গিয়েছে ভিডিওটিতে। তবে, যুবকটিকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে একটি বারের জন্য এগিয়ে আসেননি কেউ।

Advertisement

আরও পড়ুন: দিওয়ালি না মেটা পর্যন্ত দিল্লিতে বাজি বিক্রি সম্পূর্ণ নিষেধ: সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: গোধরা: ১১ জনের ফাঁসি রদ, যাবজ্জীবন দিল গুজরাত হাইকোর্ট

দেখুন সেই ভিডিও

ভিডিওটি প্রকাশ্যে আসার পর দক্ষিণ দিল্লির পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে। পাশাপাশি, যুবকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement