marriage

Marriage: বিয়ের খরচ ২৩ লাখ, নিমন্ত্রিতদের টাকা দিতে বললেন কনে!

এক রেডিট গ্রাহক সম্প্রতি তাঁর এক পরিচিতের বিয়েতে গিয়েছিলেন। সেই বিয়েতেই এমন অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৩:১৬
Share:

উপহার নয়, বিয়ের খরচ চাইলেন কনে! প্রতীকী ছবি।

বিয়েতে সাধারণত উপহার নিয়ে যান নিমন্ত্রিতরা। অনেকে আবার উপহার নিতেও চান না। কিন্তু এমন একটি বিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে কনে তাঁর বিয়ের খরচের টাকা দিতে বলেছেন নিমন্ত্রিতদেরই। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল।

Advertisement

কিন্তু এই ঘটনার আকর্ষণ অন্য জায়গায়। ওই মহিলার বিয়ের জন্য মোট খরচ হয়েছে ২৩ লক্ষ টাকা। এ বার ভাবুন, এই বিপুল পরিমাণ টাকা যদি নিমন্ত্রিতদের কাছে চাওয়া হয় তা হলে?

এক রেডিট গ্রাহক সম্প্রতি তাঁর এক পরিচিতের বিয়েতে গিয়েছিলেন। সেই বিয়েতেই এমন অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেছেন তিনি। নেটমাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। তাঁর পরিচিত ওই মহিলা কনের পোশাক, নিমন্ত্রিতদের জন্য খাবার, ফোটোগ্রাফার, এমনকি মধুচন্দ্রিমা মিলিয়ে মোট ২৩ লক্ষ টাকা খরচের হিসেব দিয়েছেন। আর সেই টাকাই নিমন্ত্রিতদের কাছ থেকে তুলতে চেয়েছেন কনে।

Advertisement

তাই নিমন্ত্রণ কার্ডে তিনি লিখে দিয়েছিলেন, ‘কোনও উপহার নয়, তার বদলে টাকা দিন।’ এক রেডিট গ্রাহক মন্তব্য করেছেন, ‘ধরা যাক, বিয়ের অনুষ্ঠানে ১২৫ জন আমন্ত্রিত। তা হলে এক এক জনের ভাগে কত করে টাকা পড়ছে? বিষয়টি ভেবেই নেমন্তন্ন খাওয়ার ইচ্ছেটাই উবে যাবে।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement