Bihar

Murder: মদ নিয়ে বচসায় গুলি করে খুন, অভিযুক্তর বাড়িতে মৃতের শেষকৃত্য করে ‘শাস্তি’ জনতার!

শাহপুরের ডেপুটি পুলিশ সুপার রাজীব কুমার জানিয়েছেন, খুনের ঘটনার খবর পেয়েছি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১২:১২
Share:

মদ পাচারকারীর হাতে খুন। প্রতীকী ছবি।

দেশি মদ চেয়েছিলেন মদ পাচারকারী। কিন্তু তা দিতে অস্বীকার করেন এক ব্যক্তি। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি চলে। অভিযোগ, হঠাৎই পাচারকারী পিস্তল বার করে ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি বিহারের শাহপুরের।

Advertisement

ওই ব্যক্তিকে খুন করার খবর চাউর হতেই এলাকাবাসী খেপে ওঠেন। অভিযুক্তের বাড়িতে গিয়ে হামলা চালান তাঁরা। বাড়ি ভাঙচুরের পর উঠোনেই মৃতের সৎকার করেন তাঁরা।

শাহপুরের ডেপুটি পুলিশ সুপার রাজীব কুমার জানিয়েছেন, খুনের ঘটনার খবর পেয়েছি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement