—প্রতিনিধিত্বমূলক ছবি।
লোহার গ্রিলের ফলায় আটকে রয়েছে এক সদ্যোজাতের দেহ। ভয়ঙ্কর এই দৃশ্যের সাক্ষী রইল হরিয়ানার আজরান্ডা গ্রাম। শুক্রবার রাতে গ্রামের একটি লোহার গ্রিলে রক্তাক্ত অবস্থায় শিশুটির দেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। শনিবার সকালে খবর দেওয়া হয় পুলিশকে। সদ্যোজাতের দেহটিকে ময়নাতদন্তের জন্য ফরিদাবাদের একটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনও ব্যক্তি শিশুটিকে শূন্যে ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তার পর শিশুটি লোহার গ্রিলের ফলায় আটকে যায়। ইচ্ছাকৃত ভাবেই শিশুটিকে লোহার ফলার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল, না কি দুর্ঘটনাবশত এই ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাবশতই যদি এই ঘটনা ঘটে থাকে, তবে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হল না কেন, তা-ও ভাবাচ্ছে পুলিশকে।
তদন্তের শুরুতেই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। স্থানীয়দের অবশ্য বক্তব্য, শিশুটির মা-বাবাই এই ঘটনার জন্য দায়ী। তাঁরা দোষীদের ফাঁসিও দাবি করেছেন।