National News

২২ বছর পর ছাপা হতে চলেছে ১ টাকার নোট

নোটের বদলে ১ টাকার কয়েনেই অভ্যস্ত হয়ে গিয়েছেন দেশবাসী। বেশ কয়েক বার কয়েনের নকশার বদল হলেও ১৯৯৪ সালের পর থেকে আর নতুন নোট বাজারে আসেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মে ২০১৭ ১৫:৩৪
Share:

এখন এই নোটই চালু রয়েছে বাজারে।

২২ বছর আগে শেষ ছাপা হয়েছিল ১ টাকার নোট। তারপর থেকে নোটের বদলে ১ টাকার কয়েনেই অভ্যস্ত হয়ে গিয়েছেন দেশবাসী। বেশ কয়েক বার কয়েনের নকশার বদল হলেও ১৯৯৪ সালের পর থেকে আর নতুন নোট বাজারে আসেনি।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই বাজারে আসবে নতুন ১ টাকার নোট। আগামী বছর বাজারে আসবে ২ এবং ৫ টাকার নতুন নোটও। নতুন নোটের পাশাপাশি বাজারে চালু থাকবে পুরনো নোটগুলিও। নতুন এই নোটটি গোলাপি-সবুজ রঙের হবে।

আরও পড়ুন: চলছে না এক টাকার কয়েন, গুজবেও ঘুম ভাঙেনি কর্তার

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement