আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি থাকা বর্তমান ও প্রাক্তন মন্ত্রী, আমলা, বিধায়কের বিরুদ্ধে তদন্তে নতুন আইন আনতে চলেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সরকার ও প্রশাসনে স্বচ্ছতা আনতে গেলে দুর্নীতিমুক্ত কর্তা ও কর্মী থাকা দরকার। সে দিকে লক্ষ্য রেখেই আয়-ব্যয় ও সম্পদে গরমিল থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি হবে। রাজ্যের আমলা, অধিগৃহীত সংস্থা ও স্বায়ত্বশাসিত পরিষদের কর্তারাও ওই আইনের আওতায় আসবেন। মুখ্যসচিবকে নতুন আইনের খসড়া তৈরি করার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী সব মন্ত্রী, বিধায়ক, আমলাকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিজেদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার নির্দেশ দেন। উচ্চপদস্থ আমলাদের ৩০ জুন পর্যন্ত আয়-ব্যয়ের হিসেব জমা দিতে হবে। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।