প্রতীকী ছবি।
ভারতকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবি উঠল সঙ্ঘ পরিবার ও শাখা সংগঠনগুলির বৈঠকে। আগামিকাল ওই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার।
বাৎসরিক ওই বৈঠকে এ দিন উপস্থিত ছিল সঙ্ঘ পরিবারের ছাতার তলায় থাকা শাখা সংগঠনগুলি। মোট ৩৬টি শাখা সংগঠনের ২১৬ জন সদস্য ওই বৈঠকে যোগ দেন।
বৈঠকে উপস্থিত ছিলে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত-সহ অন্য শীর্ষ নেতারা। সূত্রের মতে, সঙ্ঘের শিক্ষা শাখার অন্তর্গত বিদ্যাভারতী, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও ভারতীয় শিক্ষণ মণ্ডল সম্প্রতি ভারতকেন্দ্রিক শিক্ষানীতির পক্ষে সওয়াল করেছে। তা নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে। আগামিকালও হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বিজেপি সরকারের আর্থিক সংস্কার ও শ্রমিক কল্যাণে নেওয়া একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সরব রয়েছে ভারতীয় মজদুর সঙ্ঘ ও স্বদেশি জাগরণ মঞ্চ। সূত্রের মতে, বৈঠকে সরকারের বেসরকারিকরণ নীতি নিয়েও সরব হওয়ার কথা সঙ্ঘের নেতাদের। ভোটমুখী পাঁচ রাজ্যে করোনার তৃতীয় ঢেউয়ে কী ভাবে আমজনতার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সম্ভব, তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।