New Corona Strain

ব্রিটিশ বিমানে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে, ইঙ্গিত কেন্দ্রের

ব্রিটেনে নয়া করোনা স্ট্রেন মেলার খবর প্রকাশ্যে আসার পর, গত সপ্তাহে ওই দেশের বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ১৭:৩০
Share:

হরদীপ সিংহ পুরী। — ফাইল চিত্র

করোনার নয়া স্ট্রেনের জেরে ব্রিটেন যাওয়া বা আসার বিমানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী।

Advertisement

মঙ্গলবার হরদীপ বলেন, ‘‘আমার মনে হচ্ছে এই নিষেধাজ্ঞার মেয়াদ সামান্য কিছুটা বাড়বে। তবে আমার মনে হচ্ছে না যে এই নিষেধাজ্ঞা দীর্ঘ বা অনির্দিষ্ট কালের জন্য হবে।’’ ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে তা আগামী দু’এক দিনের মধ্যে ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি।

ব্রিটেনে নয়া করোনা স্ট্রেন মেলার খবর প্রকাশ্যে আসার পর, গত সপ্তাহে ওই দেশের বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে, গত ১৪ দিনের মধ্যে বিদেশ থেকে আসা বিমানের কোনও যাত্রীর করোনা ধরা পড়লে জিনোম পরীক্ষা করতে হবে। বিশেষজ্ঞদের মত, করোনার এই নয়া স্ট্রেনটি আগের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

Advertisement

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ‘লভ জিহাদ’ বিরোধী আইনে এক মাসে ধৃত ৫১

আরও পড়ুন: ৬৪ বছরে ডাক্তারি পড়তে ঢুকেছেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement