Maharashtra Crime

স্ত্রীর গোপনাঙ্গে পেরেক ঢুকিয়ে তালা বসিয়ে দিলেন নেপালি যুবক! মহারাষ্ট্র থেকে গ্রেফতার

স্ত্রীকে হেনস্থা এবং শারীরিক নিগ্রহের অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে এক নেপালি যুবককে। তিনি স্ত্রীর গোপনাঙ্গে লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ০৭:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

স্ত্রীকে হেনস্থা এবং শারীরিক নিগ্রহের অভিযোগে মহারাষ্ট্র থেকে গ্রেফতার করা হয়েছে এক নেপালি যুবককে। অভিযোগ, স্ত্রীর গোপনাঙ্গে লোহার পেরেক ঢুকিয়ে দিয়েছেন তিনি। তার পর সেখানে ছোট একটি তামার তালাও বসিয়ে দিয়েছেন। রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement

মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৩০ বছরের অভিযুক্ত। তিনি নেপালি নাগরিক। তাঁর সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী, যিনি ঘরের কাজ সামলাতেন। অভিযোগ, প্রায়ই স্বামী, স্ত্রীর মধ্যে অশান্তি হত। সম্প্রতি ওই যুবক সন্দেহ করেছিলেন, তাঁর স্ত্রী অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাতেই এই অত্যাচার।

অভিযোগ, গত ১১ মে স্ত্রীকে পরকীয়া সন্দেহে মারধর করতে শুরু করেন অভিযুক্ত। তার পর এক সময়ে ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ চিরে দেন। সেখানে ঢুকিয়ে দেন লোহার দু’টি পেরেক। তার মধ্যে একটি তামার তালাও বসিয়ে দেন। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন মহিলা। চিৎকার করে তিনিই পাড়ার লোক জড়ো করেন। তাঁরা এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

হাসপাতালে চিকিৎসা চলাকালীন মহিলার বয়ান রেকর্ড করে পুলিশ। তাঁর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement