হেমন্ত খান্ডেলিয়া
মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট)-র এ বারের মেধা-তালিকায় প্রথম ২০ জনের মধ্যে পশ্চিমবঙ্গের মাত্র এক জন পরীক্ষার্থী ঠাঁই পেয়েছেন। কলকাতার হেমন্ত খান্ডেলিয়া রয়েছেন একাদশ স্থানে। পিকনিক গার্ডেনের বাসিন্দা হেমন্ত ৭২০-র মধ্যে পেয়েছেন ৬৯১।
সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র হেমন্ত জানান, ছোট বেলায় যে-শিশুরোগ বিশেষজ্ঞ তাঁকে দেখতেন, সেই চিকিৎসককে দেখেই তাঁর ডাক্তার হওয়ার ইচ্ছে হয়। ডাক্তারি পড়তে চান দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন তিনি। বুধবার হেমন্ত অবশ্য জানান, তিনি ডাক্তারিই পড়তে চান। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৬.৬০% নম্বর।
প্রথম পঞ্চাশে হেমন্তের পরে আছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিন্তাজুল হক সায়ন শাহ। তিনি রয়েছেন ৪৪তম স্থানে। ৪৬তম স্থানে রয়েছেন দীপ্রসোম দাস। এনটিএ সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে চলতি বছরে ৬২,০৫০ জন পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬,৮৪৬ জন। পাশের হার ৫৯.৩৮ শতাংশ। যা গত বারের চেয়ে এক শতাংশ বেশি। শারীরিক ভাবে প্রতিবন্ধক পড়ুয়াদের তালিকায় ছেলে ও মেয়েদের উভয় শ্রেণিতে বাংলা থেকে তৃতীয় হয়েছেন শৌভিক ঘোষ এবং বিদিশা ঘোষ। তাঁদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫৭৭ এবং ৫৪৩।