—ফাইল চিত্র।
দৈনন্দিন জীবনে নোভেল করোনার প্রভাব পড়েছে বিপুল। কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না। তাই আইআইটি-তে ভর্তির জন্য জেইই-অ্যাডভান্সড এবং ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা (ইউজি) এনইইটি (নিট)পরীক্ষা পিছনোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিল আদালত।
বর্তমান অতিমারি পরিস্থিতিতে পরীক্ষা দিতে গেলে পড়ুয়ারা সংক্রমিত হয়ে পড়তে পারেন-- এই কারণ দেখিয়ে সম্প্রতি বিভিন্ন রাজ্যের ১১ জন পরীক্ষার্থীর হয়ে আদালতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা পিছনোর আবেদন জমা দেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব। কিন্তু সোমবার তাঁর সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি বিআর গাওয়াই, এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ।
এ দিন বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘‘জীবন থেমে থাকে না। সতর্কতা মেনে এগিয়ে যেতে হবে আমাদের। পড়ুয়ারা কি একটা বছর নষ্ট করতে চান? শিক্ষা চালু করতেই হবে। কোভিড হয়তো আরও এক বছর থাকবে। তাই বলে কি আপনারাও এক বছর অপেক্ষা করতে চান? আপনি কি জানেন, এতে দেশের কতটা ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে পড়ুয়াদের?’’
আরও পড়ুন: প্রণববাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল, রয়েছেন ভেন্টিলেশনেই
জবাবে আইনজীবী শ্রীবাস্তব যুক্তি দেন, খুব শীঘ্র করোনার টিকা হাতে এসে পৌঁছবে। তাই অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত রাখতে বলছেন না তিনি। বরং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান। কিন্তু তাঁর এই যুক্তি নস্যাৎ করে দেয় আদালত। বলা হয়, ‘‘আপনারা আদালতের কাজকর্ম শুরু করার দাবি জানাতে পারেন, অথচ আপনারা পরীক্ষা পিছনোর পক্ষে। এতে গোটা দেশের ক্ষতি।’’
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার বিধায়ক সমরেশ দাসের
প্রাথমিক ভাবে এপ্রিলেই জেইই এবং নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। লকডাউনের জেরে তা পিছিয়ে জুলাইয়ে নিয়ে আসে কেন্দ্র। কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর সংক্রমণ বাড়তে থাকায় পড়ুয়া ও অভিভাবকদের দাবি মেনে পরীক্ষা পিছিয়ে আনা হয় সেপ্টেম্বরে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেইই-মেন পরীক্ষা হবে। মূলত আইআইটি-তে ভর্তির জন্য জেইই-অ্যাডভান্সডের পরীক্ষা নেওয়া হবে ২৭ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর নেওয়া হবে নিট পরীক্ষা।