National Newsd

বাহিনীতে বন্ধ করতে হবে ভিআইপি কালচার, দায়িত্ব নিয়েই নির্দেশ নতুন নৌসেনাপ্রধানের

দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভাষণে নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ জানিয়েছেন, বাহিনীর সামাজিক ও প্রথাগত অনুষ্ঠানগুলিতে বছরের পর বছর ধরে যে ভিআইপি কালচার চলে আসছে, তা বন্ধ করতে হবে। বাহিনীর সব পদাধিকারীকেই এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৯ ১৫:২৪
Share:

নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ। ছবি- পিটিআই।

হাই-প্রোফাইল অফিসারদের জন্য নৌবাহিনীতে ভিআইপি কালচার বন্ধ করার নির্দেশ দিলেন নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ। বাহিনীর বিভিন্ন সামাজিক ও প্রথাগত অনুষ্ঠানে যে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল খরচ করা হয়, তাও বন্ধ করতে বলেছেন তিনি। বন্ধ হয়ে যাবে বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে কার্পেট, ফুলদানি রাখা ও পুস্পস্তবক দেওয়া ও ফুল ছুড়ে অভ্যর্থনা জানানোর দীর্ঘ দিনের রীতিপ্রথাও।

Advertisement

দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম ভাষণে নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ জানিয়েছেন, বাহিনীর সামাজিক ও প্রথাগত অনুষ্ঠানগুলিতে বছরের পর বছর ধরে যে ভিআইপি কালচার চলে আসছে, তা বন্ধ করতে হবে। বাহিনীর সব পদাধিকারীকেই এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে। বাহিনীর সরকারি অনুষ্ঠান ও বিভিন্ন ঘাঁটিতে সিনিয়র অফিসারদের পরিদর্শন ঘিরে যে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল খরচ করার প্রথা চলছে দীর্ঘ দিন ধরে, তা বন্ধ করতে হবে। বাহিনীর কোনও হাই-প্রোফাইল অফিসার পরিদর্শনে এলে বাহিনীর অধস্তন অফিসারদের পরিবার, পরিজনদের নিয়ে সার বেঁধে তাঁকে সম্মান প্রদর্শনের যে প্রথা চালু রয়েছে, তা বন্ধ করতে হবে। পরিদর্শনরত সেই হাই-প্রোফাইল অফিসারকে পুষ্পস্তবক দিয়ে সম্মান প্রদর্শনেরও প্রয়োজন নেই।

বাহিনীর সামাজিক অনুষ্ঠানগুলিরও চলতি প্রথা বদলের নির্দেশ দিয়েছেন নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কর্মবীর সিংহ। বলেছেন, "বাহিনী যে সামাজিক অনুষ্ঠানগুলির আয়োজন করে, সেখানে হাজির থাকা বাহিনীর সব পদের সব অফিসারের জন্য একই ধরনের খাবারদাবার, পানীয়, এমনকী, খাওয়ার জন্য প্লেট, ছুরি, কাঁচি, চামচও একই রকমের হতে হবে। কোনও বৈষম্য রাখা যাবে না।"

Advertisement

আরও পড়ুন- ‘আমরা কথা রেখেছি, ইদ মুবারক’, পাক কর্তার ফোন ইন্ডিগোর দফতরে​

আরও পড়ুন- পাক বন্দর গুড়িয়ে দিয়েছিল ভারতীয় নৌ সেনা, এ বার ছবি বলিউডে​

নতুন নৌসেনাপ্রধানের আরও নির্দেশ, কোনও সেনাঘাঁটি পরিদর্শনরত হাই-প্রোফাইল সেনা অফিসারদের সঙ্গে থাকা অতিথি, অভ্যাগতদের সংখ্যাও ন্যূনতম করতে হবে। তাঁদের গাড়ির বা ঘরের দরজা খুলে দেওয়ার জন্য কোনও কর্মীকে নিয়োগ করা যাবে না। ওই সব অনুষ্ঠানে কার্পেট বা ফুলদানি রাখার প্রথাও বন্ধ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement