সাংসদ পদে ইস্তফা সিধুর, আম আদমি-তে যোগ দিচ্ছেন?

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা নভজ্যোত সিংহ সিধু। গত এপ্রিলে এই প্রাক্তন ক্রিকেটারকে রাজ্যসভার সাংসদ মনোনীত করেন দলের শীর্ষ নেতৃত্ব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ১৫:৫৬
Share:

ফাইল চিত্র।

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা নভজ্যোত সিংহ সিধু। গত এপ্রিলে এই প্রাক্তন ক্রিকেটারকে রাজ্যসভার সাংসদ মনোনীত করেন দলের শীর্ষ নেতৃত্ব। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন। যদিও এ বিষয়ে সিধু কিছু বলেননি।

Advertisement

২০১৪-র লোকসভা নির্বাচনে অমৃতসর কেন্দ্র থেকে সিধুকে টিকিট না দিয়ে অরুণ জেটলিকে দেওয়া হয়। দলের সেই সিদ্ধান্তে সিধু খুব হতাশ হয়েছিলেন। এর পর থেকেই কার্যত বিজেপি-র সঙ্গে তাঁর একটু দূরত্ব বাড়ে। গত এপ্রিলে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু হঠাত্ সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তা হলে এ বার কি তিনি আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন। ২০১৭-য় পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেখানে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে কেজরীবালের দল। সিধু তাতে সামিল হন কি না এখন সেটাই দেখার।

আরও খবর...

Advertisement

মনের কথা শোনাতে লড়াই শুরু কেজরীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement