পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিংহ সিধুর বিদ্রোহ ঘোষণায় আবার অস্বস্তিতে সে রাজ্যের চরণজিৎ সিংহ চন্নী সরকার
পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিংহ সিধুর বিদ্রোহ ঘোষণায় আবার অস্বস্তিতে সে রাজ্যের চরণজিৎ সিংহ চন্নী সরকার। মাদক পাচার সংক্রান্ত বিষয়ে রিপোর্ট প্রকাশ্যে না আনলে শীঘ্রই তিনি অনশনে বসবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
মাদকে আসক্তি ও মাদক পাচার সংক্রান্ত সমস্যার মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েই পঞ্জাবে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। সিধুর অভিযোগ, সে বিষয়ে এখনও ঠিকঠাক কাজ করতে পারেনি সরকার। সম্প্রতি মাদক সংক্রান্ত রিপোর্ট হাই কোর্টে জমা দিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা। এ বার সেই রিপোর্ট জনসমক্ষে আনার দাবি জানালেন সিধু।
বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘সরকার মাদক-রিপোর্ট প্রকাশ্যে না আনলে অনশনে বসব আমি। সাধারণ মানুষকে জানানো দরকার, কেন ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি আগের অমরেন্দ্র সরকার। আদালত তো রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ্যে আনতে নিষেধ করেনি।’’
পঞ্জাবের কুর্সি থেকে অমরেন্দ্র সিংহ সরে যাওয়ার পর পরিস্থিতির কিছু পরিবর্তন হবে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। কিন্তু চন্নী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন হতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন সিধু। এ বার সরাসরি রাজ্যের কংগ্রেস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।