Insurance Bill

Strike: আজ সাধারণ বিমা ক্ষেত্রে ধর্মঘটের ডাক

কলকাতায় বিক্ষোভ সমাবেশ হবে ন্যাশনাল ইনশিওরেন্সের সদর দফতরের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ০৫:৫১
Share:

প্রতীকী ছবি।

রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থা বেসরকারিকরণের রাস্তা খুলে সংসদে বিমা (সংশোধনী) বিল পাশ করিয়ে নেওয়ার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশের সাধারণ বিমা ক্ষেত্রে ধর্মঘট ডাকল ১৮টি কর্মী ইউনিয়ন। এর মধ্যে শামিল আরএসএস স্বীকৃত বিএমএস অনুমোদিত সংগঠনও। তাদের হুঁশিয়ারি, কর্মীদের স্বার্থ বিরোধী এই পদক্ষেপ রুখতে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের পথে নামা হবে। কলকাতায় বিক্ষোভ সমাবেশ হবে ন্যাশনাল ইনশিওরেন্সের সদর দফতরের সামনে।

বিএমএস অনুমোদিত ন্যাশনাল ফেডারেশন অব জেনারেল ইনশিওরেন্স এমপ্লয়িজ়ের পূর্বাঞ্চলের শাখা সংগঠন জিআইসি এমপ্লয়িজ় ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, বেসরকারিকরণের এই উদ্যোগ জাতীয় স্বার্থ বিরোধী। বিভিন্ন সরকারি প্রকল্পে ওই সব রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লগ্নি করে। গ্রাম-সহ সর্বত্র সাধারণ মানুষকে স্বাস্থ্য বিমার আওতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের। অনেক সময়েই অটল বিমা যোজনা বা ফসল বিমা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প পরিচালনার ক্ষেত্রে সংস্থাগুলিকে লাভের পরিবর্তে লোকসান গুনতে হয়। কিন্তু তা সত্ত্বেও তারা প্রকল্প চালিয়ে যায়। বেসরকারি সংস্থার হাতে গেলে এটা হবে না। ফলে ভুগবে মানুষ। তাঁর দাবি, ‘‘এই সব কারণেই কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা রাস্তায় নেমেছি।’’ দেবাশিসবাবুর হুঁশিয়ারি, ‘‘ধর্মঘটের পরে কেন্দ্রের মনোভাব আঁচ করে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। প্রয়োজনে লাগাতার ধর্মঘটের পথেও যেতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement