—ফাইল চিত্র।
জোড়া ফলায় বিদ্ধ নরেন্দ্র মোদী। বুধবার মেহসানায় রাহুল গাঁধী যা বলেছিলেন, আজ সবে বারাণসী থেকে তার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তার মধ্যেই আবার কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ— ‘স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হল এই নোট বাতিল।’ প্রধানমন্ত্রীকে নাম না করে এ দিন ‘আলিবাবা’ বলেও কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
দীর্ঘ দিন পর তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের প্রতিবাদে তৃণমূলের আন্দোলন কর্মসূচি কোন পথে এগোবে, তা নিয়েই বৃহস্পতিবার তৃণমূলের বৈঠক হয় দলের সদর দফতরে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার মুখোমুখি হন এবং আরও চড়া সুরে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। নোট বাতিলের পর থেকে ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এবং টাকা তোলা সংক্রান্ত নিয়ম যে ভাবে বার বার বদল করছে রিজার্ভ ব্যাঙ্ক তথা কেন্দ্রীয় সরকার, তার তীব্র সমালোচনা করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘সকালে এক রকম নিয়ম করছে, দুপুরে আর এক রকম, সন্ধেবেলায় আর এক রকম আর রাতে আবার অন্য রকম।’’ অব্যবস্থাকে তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘‘দেশটা কে চালাচ্ছে, কেউ জানে না। অর্থমন্ত্রীও বোধ হয় জানেন না। ওই এক জন (প্রধানমন্ত্রী) আছেন, আর তাঁর সঙ্গে চার জন জুটেছেন— আলিবাবা ও চার। দেশটাকে চালাচ্ছেন এখন এই আলিবাবা ও চার।’’
নোট বাতিলের জেরে গোটা দেশের অর্থনীতি যে ধাক্কা খেয়েছে, তাতে ইতিমধ্যেই ১০ কোটি মানুষ কাজ হারিয়েছেন বলে মমতা এ দিন দাবি করেছেন। চাষ-আবাদ, ব্যবসা-বাণিজ্য সব মার খাচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, ‘‘চাষ বন্ধ হয়ে গিয়েছে, দোকান খুলছে না, মানুষ পেনশনের টাকা তুলতে পারছেন না, ১০০ দিনের কাজের টাকা তুলতে পারছেন না, চা বাগানের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। প্রত্যেকের একটা অসহনীয় অবস্থা।’’ এর পরই মোদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘‘আসল যারা কালো, তাদের জন্য মোদী খুব ভালো। বাকি ৯৪ শতাংশ মানুষ ভোগান্তির শিকার।’’ মমতার কথায়, ‘‘বিদেশ থেকে একটা টাকা আনতে পারেনি, আসল কালোবাজারিদের এই সরকার স্পর্শও করেনি। এনপিএ-র (নন-পারফর্মি অ্যাসেট) নামে তাদের ছাড় দিয়ে দেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: তিনি বলতে শিখেছেন, আর ভূকম্পের আশঙ্কা নেই: তীব্র কটাক্ষ মোদীর
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এ দিন নরেন্দ্র মোদীর ইতিহাসও টেনে এনেছেন। তিনি বলেছেন, ‘‘দাঙ্গা করে যাঁর রাজনৈতিক হাতেখড়ি, তাঁর হাতে দেশ কিছুতেই নিরাপদ নয়।’’ তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘যে মানুষটার কোনও বিশ্বাসযোগ্যতাই নেই, সে-ই আজ দেশের নেতা।’’ নোট বাতিল করা এবং নতুন নোট বাজারে আনার যে পদক্ষেপ নরেন্দ্র মোদীর সরকার করেছে, স্বাধীন ভারতের ইতিহাসে তা সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন মন্তব্য করেছেন। নোট বাতিল করে দেওয়ার মতো এত বড় পদক্ষেপ নিয়েও সরকার সংসদে তা নিয়ে কোনও বিবৃতি কেন দেয়নি, মমতা সে প্রশ্নও তুলেছেন।